চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: ২০১০ সালের পর থেকে বন্ধ হয়েছে বিধবা ভাতার টাকা। সেই থেকেই গ্রাম পঞ্চায়েত, ব্লক এমনকি রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ সমস্ত জায়গাতে গিয়েই শুনতে হয়েছে ৭২ বছরের বৃদ্ধা নাকি মৃত। একাধিক জায়গায় জানিয়েও লাভ হয়নি। অবশেষে সংবাদমাধ্যমের মাধ্যমে নিজের অভিযোগ জানালেন মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাউগ্ৰামের ভূমিহীন বৃদ্ধা আল্লারাখি বিবি।
মুর্শিদাবাদের বড়ঞার থানা বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আল্লারাখি বিবি। নিজের বলতে মাথার উপর ছাদটাও নেই। ছেলেদের কাছেই থাকেন। বৃদ্ধা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে তাঁকে ২০১০ সালে ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়। এক বছর টানা ভাতা পান। কিন্তু হঠাৎ টাকা বন্ধ হয়ে যায়। বৃদ্ধার ছেলে আক্রাম শেখ বলেন, “পঞ্চায়েতে গিয়ে খোঁজখবর করতেই জানতে পারি খাতায়-কলমে মাকে মৃত দেখানো হয়েছে। যার ফলেই বন্ধ হয়েছে ভাতা। এই নিয়ে আমরা দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত সবাইকে জানিয়েও লাভ হয়নি।” একই অভিযোগ বৃদ্ধারও।
[আরও পড়ুন:জিতেন্দ্রপত্নীর ফ্ল্যাটে তালা, জেরা করতে গিয়ে পরপর দু’বার খালি হাতে ফিরল পুলিশ ]
যদিও গ্রাম বিপ্রশেখর পঞ্চায়েতের প্রধান সুদীপ কুমার ভট্টাচার্য জানান, এমন কোনও অভিযোগ তাঁদের কাছে যায়নি। তিনি বলেন, “২০১৮ সালে আমি পঞ্চায়েতের দায়িত্ব নিয়েছি। কিন্তু এইরকম বিষয় নিয়ে আমার কাছে কেউ আসেনি। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে শুনলাম। এই অভিযোগ অবশ্যই খতিয়ে দেখা হবে।” অন্যদিকে বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েত সদস্য মুসলিম শেখ জানান, “ঘটনাটি জানি। তবে লিখিতভাবে কোন অভিযোগ জমা পড়েনি। ফলে সমস্যাও সমাধান হয়নি।” তবে এবার হয়তো সমস্যা মিটবে, আশাবাদী আল্লারাখী বিবি।