মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: পিকনিক সেরে ফেরার পথে রূপনারায়ণে নৌকাডুবি। রাতভর তল্লাশির পর শুক্রবার সকালে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। মৃতার নাম সুনন্দা ঘোষ। নিখোঁজদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ১৮ জনের একটি দল মানকুর থেকে নৌকায় পশ্চিম মেদিনীপুরের দুধকোমরার ত্রিবেণী পার্কে চড়ুইভাতি করতে গিয়েছিলেন। চড়ুইভাতি শেষে তাঁরা নৌকায় মানকুরের দিকে ফিরছিলেন। তখনই আচমকা নৌকা একদিকে কাত হয়ে যায়। এর পরই যাত্রীদের নিয়ে ডুবে যায় নৌকাটি। সকলেই নদীতে পড়ে যান। নৌকা ডুবতে দেখে নদী ও পাড়ে থাকা অন্যান্য নৌকার মাঝিরা প্রাথমিকভাবে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে। তখনই ১৩ জনকে উদ্ধার করা গেলেও হদিশ মিলছিল না ৫ জনের।
[আরও পড়ুন: লোকসভা ভোটের আগে মাস্টারস্ট্রোক! ফের ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের]
বৃহস্পতিবার রাতে দীর্ঘক্ষণ তল্লাশি চলে। শুক্রবার সকালে ফের শুরু হয় তল্লাশি। উদ্ধার হয় এক মহিলার দেহ। তাঁর নাম সুনন্দা ঘোষ। যে জায়গায় নৌকাটি ডুবে যায় তার কিছুটা দূরে আটকে ছিল মহিলার দেহ। এখনও নিখোঁজ চারজন। তাঁরা হলেন, ঋষভ পাল, প্রীতম মান্না, অচ্যুৎ সাহা ও অমর ঘোষ। প্রীতমের বাড়ি মানকুরে। বাকি তিনজন হাওড়ার বেলগাছিয়ার লিচু বাগান এলাকারা বাসিন্দা। তাঁদের খোঁজে পুলিশ রূপনারায়ণে তল্লাশি চালাচ্ছে।