সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর ২৯ বার পিঠের উপর নেমে এল বেত৷ যন্ত্রনায় কুঁকড়ে গেলেন তরুণী৷ আর্তনাদ করলেন৷ কিন্তু ঠায় দাঁড়িয়ে তামাশা দেখল জনতা৷ কোথাও কোনও প্রতিবাদ নেই৷ কেননা শরিয়ত আইন মেনে চলা ইন্দোনেশিয়ার বান্দা আচেহরে এটাই দস্তুর৷
এ ঘটনা অবশ্য এখানে নতুন নয়৷ এর আগেও প্রেম করার অপরাধে এখানে তরুণীদের বেত্রাঘাত করা হয়েছে৷ ইসলামিক নিয়ম এই প্রদেশে এতটাই কঠোর৷ যে কোনও অপরাধেরই সাজা হয় এরকম কড়া৷ কী অপরাধ ছিল এই তরুণীর? জানা যাচ্ছে, প্রেমিকের শরীর ছুঁয়ে বসার সাজা হিসেবেই বেত্রাঘাত করা হয় তাঁকে৷ ইসলামিক নিয়মে বিয়ের আগে নারী ও পুরুষের মধ্যে সবরকম ঘনিষ্ঠতা যেমন, পরস্পরকে চুম্বন করা বা আলিঙ্গন করা নিষিদ্ধ৷ সম্প্রতি ১৩ জনকে এই অপরাধে আটক করা হয়৷ তাঁদের প্রত্যেকের জন্যই এরকম শাস্তির নিদান দেওয়া হয়েছে৷ বেত্রাঘাতেই সমাজে অনাচার কমবে বলে বিশ্বাস করে সমাজের মাথারা৷
যদিও ইন্দোনেশিয়ার বেশিরভাগ অধিবাসীই নিজেদের মুসলমান বলে দাবি করেন৷ কিন্তু কেউই প্রায় এতটা কঠোরভাবে শরিয়ত নিয়ম মেনে চলেন না৷ যেমনটা দেখা যায় এই অঞ্চলে৷ তবে স্বায়ত্তশাসন পাওয়া এই অঞ্চলে আপাতত এর কোনও ব্যতিক্রম নেই৷