দেবব্রত দাস, খাতড়া: রাজ্যে ফের বজ্রাঘাতে মৃত্যু হল এক মহিলার। প্রবল ঝড়, বৃষ্টির মধ্যে যাত্রী প্রতিক্ষালয়ে আশ্রয় নেওয়ার পরও রক্ষা হল না তাঁর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়া থানার বাগজোবড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম অঞ্জলি সর্দার (৩৯)। তিনি বাঁকুড়া (Bankura) খাতড়া থানার আমডিহা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার কিছু কাজ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। গ্রামে ফেরার সময় ঝড়, বৃষ্টি শুরু হয়। সেই সময় বাগজোবড়া গ্রামের যাত্রী প্রতীক্ষালয়ে আশ্রয় নেন অঞ্জলি।
[আরও পড়ুন: মায়ের গয়না ‘লুঠ করে’ নতুন বাইক! বেপরোয়া গতিতে চালাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু যুবকের]
সেই সময়ে আচমকা বিকট শব্দে যাত্রী প্রতীক্ষালয়ে বজ্রপাত হয়। গুরুতর জখম হন তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে (Khatra Sub-divisional Hospital) নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে যায় পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে তারা।
চলতি বছর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ব্রজপাতের মৃত্যুর খবর আসছে। গত মঙ্গলবার পূর্ব বর্ধমানে (Purba Bardhaman) বজ্রাঘাতে মৃত্যু হয় তিন জনের। মৃতদের নাম মন্টু সিংহ (৫৬), নিখিল ঘোষ (৬৩) এবং শেখ আবুল হায়াত (১৪)। এর আগে মে মাসে মালদহে একই রাতে ১২ জনের মৃত্যু হয়েছিল।