সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪৪ বছর পর মহাকুম্ভ! পূর্ণ্যলাভের আশায় ত্রিবেণী সঙ্গমে যে-কোনও উপায়ে ডুব দিতে যাচ্ছেন অনেকে। এবারের মহাকুম্ভে রেকর্ড সংখ্যায় ডুব দিয়েছেন মানুষ। তবে স্নান করতে এসে এক গৃহবধূ যা কাণ্ড ঘটালেন তা দেখে অবাক সকলে। স্বামী রয়েছেন দূরে। সঙ্গমে দাঁড়িয়ে ভিডিও কলে কথা বলছেন তিনি। নিজে তো ডুব দেবেনই। কিন্তু স্বামী? তার কী হবে? স্বামীকে পূর্ণ্যলাভ করাতে ফোনটিকেই জলে ডুবিয়ে দিলেন মহিলা। সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিও।

মহাকুম্ভে অনেকেই আসছেন পরিবার-সহ। অনেকে আবার একা। কাছের মানুষ বাড়ি থেকে দূরে থাকায় অনেকে তাঁদের ছবি প্রিন্ট করিয়ে তা জলে ডুবিয়ে নিচ্ছেন। অনেকে আবার তাঁর প্রিয়জনের নাম জপ করে ডুব লাগাচ্ছেন। তবে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মহাকুম্ভে এসে স্বামীর সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলছেন। কথা বলতে বলতে মোবাইল ফোনটি জলে ডুবিয়ে দেন তিনি। আশা স্বামীর পূর্ণ্যস্নান হয়ে গেল। তাতে তিনিও পাপ মুক্ত হবেন।
সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই হাসির জিগির উঠেছে নেটপাড়ায়। অনেকে মন্তব্য করেছেন, ফোনটি হাত ফস্কে জলের তলায় তলিয়ে গেলে স্বামী একেবারে 'মুক্তি' পেতেন। অনেকে আবার নিজেদের বন্ধুদের ট্যাগ করেছেন। তবে যাই হোক মহিলার কাণ্ড দেখে থমকে গিয়েছেন অনেকে।