shono
Advertisement
Abhigya Anand

ভূমিকম্পে তছনছ হবে মায়ানমার-থাইল্যান্ড, ২১ দিন আগেই ভবিষ্যদ্বাণী করেন তরুণ জ্যোতিষী!

এর আগেও একাধিক ভবিষ্যদ্বাণী করেছেন ভারতের এই তরুণ জ্যোতিষী!
Published By: Kishore GhoshPosted: 08:37 PM Mar 30, 2025Updated: 08:40 PM Mar 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে মায়ানমার ও থাইল্যান্ডের বিস্তীর্ণ এলাকা। মৃতের সংখ্য়া দেড় হাজার ছাড়িয়েছে। এই আবহে ভারতের এই তরুণ জ্যোতিষী দাবি করলেন, প্রকৃতির রোষে বিধ্বস্ত হবে আধুনিক জনপদ, সে কথা আগেই জানিয়েছিলেন তিনি। যদিও তাঁর ভবিষ্যদ্বাণীকে গুরুত্ব দেওয়া হয়নি। কে এই তরুণী জ্যোতিষী? তিনি ঠিক কী বলেছিলেন?

Advertisement

বছর কুড়ির এই তরুণের নাম অভিজ্ঞ আনন্দ। নিজেকে 'ত্রিকালজ্ঞ' বলে দাবি করেন তিনি। কর্নাটকের মায়সুরুর বাসিন্দা অভিজ্ঞের সর্বকনিষ্ঠ জ্যোতিষী হিসাবে নামডাক রয়েছে। মাত্র সাত বছর বয়সে সম্পূর্ণ ভাগবত গীতা কণ্ঠস্থ করে ফেলেন তিনি। অভিজ্ঞের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে চলতি বছরের ১ মার্চ আপলোড করা একটি ভিডিওতে ভূমিকম্পের পূর্বাভাস দেন তিনি। অভিজ্ঞের করা সেই ভবিষ্যদ্বাণী নাকি অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। প্রশ্ন হল, মায়ানমার ও থাইল্যান্ডে অমুক দিন ভূমিকম্প হবে, এমনটা কি বলেছিলেন তিনি?

না, সে কথা বলেননি তরুণ জ্য়োতিষী। অভিজ্ঞ বলেছিলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বা এ বছরের মাঝামাঝি ভয়ঙ্কর ভূমিকম্প মারাত্মক ধ্বংসযজ্ঞ চালাবে। এর ঠিক তিন সপ্তাহ পর ২৮ এবং ২৯ তারিখ কেঁপে ওঠে মায়ানমার এবং থাইল্যান্ডের মাটি। আজ দুই দেশের ভয়াবহ পরিস্থিতির কথা জানা গোটা বিশ্বের। ইতিমধ্যে ভারত ১৫ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে মায়ানমারে।

উল্লেখ্য, এর আগেও একাধিক ভবিষ্যদ্বাণী করেছেন মাইসুরুর এই তরুণ জ্যোতিষী। তাঁর দাবি, ২০২০ সালের কোভিড, ২০২২ সালের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু এবং ২০২৩ সালে ইজরায়েলে হামাসের হামলারও সঠিক পূর্বাভাসও দিয়েছিলেন তিনি। অভিজ্ঞের দাবি, বাংলাদেশে গণঅভ্যুত্থান, শেখ হাসিনার ক্ষমতা হারানোর কথাও আগেভাগে বলে দেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বছর কুড়ির এই তরুণের নাম অভিজ্ঞ আনন্দ।
  • চলতি বছরের ১ মার্চ আপলোড করা একটি ভিডিওতে ভূমিকম্পের পূর্বাভাস দেন অভিজ্ঞ।
  • কর্নাটকের মায়সুরুর বাসিন্দা অভিজ্ঞের সর্বকনিষ্ঠ জ্যোতিষী হিসাবে বেশ নামডাক রয়েছে।
Advertisement