shono
Advertisement

‘পুরুষদের বুদ্ধির সিকিভাগও নেই, গাড়ি চালানো উচিত নয় মহিলাদের’

এমনটাই মত এক মৌলবির। The post ‘পুরুষদের বুদ্ধির সিকিভাগও নেই, গাড়ি চালানো উচিত নয় মহিলাদের’ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:50 PM Sep 23, 2017Updated: 07:29 AM Sep 23, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলারা গাড়ি চালাবে! কী করেই বা চালাবে? পুরুষদের বুদ্ধির সিকিভাগও যে তাদের নেই। এভাবেই ঈশ্বর তাঁদের সৃষ্টি করেছেন। সুতরাং গাড়ির স্টিয়ারিংয়ে হাত রাখা মহিলাদের মোটেও উচিত নয়। সৌদি আরবের এক মৌলবি সম্প্রতি পেশ করলেন এই ‘অসাধারণ’ তত্ত্বটি।

Advertisement

গান্ধী-নেহরু-আম্বেদকর অনাবাসী ভারতীয়, রাহুলের দাবিতে বিতর্ক  ]

সৌদির এক ধর্মীয় ফতোয়া সংগঠনের প্রধান শেখ সাদ আল হাজারি। এ বক্তব্য তাঁরই। একটি ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে সম্প্রতি। নেটদুনিয়ায় বহু মানুষ সে ভিডিও শেয়ার করেছেন। সেখানেই দেখা যাচ্ছে, আল হাজারি মহিলাদের সম্পর্কে এই মন্তব্য করছেন। ওই মৌলবির স্পষ্ট যুক্তি, মহিলাদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া উচিত নয় সৌদির ট্রাফিক পুলিশের। কেননা মহিলাদের মস্তিষ্কই সক্রিয় নয়। যদি কোনও পুরুষের অর্ধেক মস্তিষ্ক সক্রিয় থাকে, তাহলে তাঁকে কি ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়? হয় না। তাহলে নারীকে কেন দেওয়া হবে? তাদের মস্তিষ্কের সক্রিয়তা তো পুরুষের সিকিভাগ। নারীরা কখনওই পুরুষের সমতুল্য হতে পারে না, এই তাঁর সাফ যুক্তি।

খাঁচায় ভিতর থেকেই আমাজনে অর্ডার দিয়ে ফেলল এই খুদে টিয়া ]

একজন খাঁটি মুসলমান রমণীর ক্ষেত্রে অবশ্য এই সিকিভাগ বুদ্ধি নিয়ে কোনও সমস্যা নেই, মত মৌলবির। অর্থাৎ হরেদরে তিনি জানিয়ে দিলেন, মুসলিম মহিলাদের গাড়ি চালানোর কোনও প্রশ্নই ওঠে। সেদেশে অবশ্য এরকম কোনও আইন নেই। তবে এখনও কোনও মহিলাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়নি। এ নিয়ে জোরদার দাবিও উঠেছে। স্টিয়ারিংয়ে হাত রাখতে মরিয়া মহিলারা। সামাজিক আন্দোলন ক্রমশ দানা বাঁধছে। ঠিক সেই সময়ই ফতোয়া সংগঠনের প্রধানের এই বক্তব্য বুঝিয়ে দিল, সমাজের কাঁটা আসলে কোন বিন্দুতে অনড়।

ছবি: প্রতীকী

The post ‘পুরুষদের বুদ্ধির সিকিভাগও নেই, গাড়ি চালানো উচিত নয় মহিলাদের’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার