সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিপাকে ভারত। গ্রুপে লিগ টেবিলে এখনও ২ নম্বরে থাকলেও সেমিফাইনাল কোনওভাবেই নিশ্চিত নয়। আর সেই জন্য হরমনপ্রীতদের তাকিয়ে থাকতে হবে 'চিরশত্রু' পাকিস্তানের দিকে। সোমবার পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচেই রয়েছে ভারতের সেমিফাইনালে ওঠার যাবতীয় অঙ্ক।
বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে নিজের উপরই চাপ বাড়িয়েছিলেন স্মৃতি মন্ধানারা। তার পর পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারালেও রেহাই মেলেনি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে ৯ রানে হার। অথচ শারজায় কাজটা অনেক সহজ করে দিয়েছিলেন ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়াকে বেঁধে ফেলেছিলেন ১৫১ রানের মধ্যে। কিন্তু অধিনায়ক হরমনপ্রীতের হাফসেঞ্চুরি সত্ত্বেও শেষ পর্যন্ত ১৪২ রান তোলে ভারত।
গ্রুপ টেবিলে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে দুনম্বরে আছে ভারত। নেট রানরেট +.৩২২। কিন্তু একম্যাচ কম খেলে নিউজিল্যান্ডেরও পয়েন্ট ৪। নেট রানরেট +.২৮২। অর্থাৎ খুব বেশি ফারাক নেই। তাদের শেষ ম্যাচ পাকিস্তানের সঙ্গে। যাদের পয়েন্ট ২। এবার পাকিস্তান যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে, তাহলে নেট রানরেটের বিচারে সেমিতে চলে যাবে ভারত। পাকিস্তান বড় ব্যবধানে জিতলেও নেট রানরেটে ভারতকে টপকানো সম্ভব নয়। ফলে এখন শেফালি বর্মাদের তাকিয়ে থাকতে হবে ফতিমা সানাদের দিকেই।
অথচ পরিস্থিতি এত জটিল হত না যদি ভারত জিতত। সেই পরিস্থিতিও ছিল। প্রবল সমালোচনার মুখে হরমনপ্রীতও। শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। অথচ প্রথম বলেই একরান নেন। ফলে অজি বোলারদের সামলাতে হয়েছিল ভারতের নীচের সারির ব্যাটারদের। অথচ হরমনপ্রীত স্ট্রাইকে থাকলে জয়ের সুযোগ থাকত বলেই মত ক্রিকেটভক্তদের। ফলে আপাতত ভারতের ভাগ্য ঝুলে পাকিস্তানের সাফল্যের উপরই।