সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কার্যতই বড় ধাক্কা খেয়েছে বিজেপি। সবচেয়ে হতাশাজনক ফলাফল হয়েছে উত্তরপ্রদেশে। যোগীরাজ্যে ইন্ডিয়া জোট পেয়েছে ৪৩টি আসন। যার মধ্যে অখিলেশ যাদবের (Akhilesh Yadav) দলের প্রার্থীরা জিতেছেন ৩৭টিতে। কিন্তু এর পরও লোকসভায় সমাজবাদী পার্টির সুপ্রিমো জানিয়ে দিলেন ইভিএমকে তিনি বিশ্বাস করেন না। এমনকী, তাঁর দলই ৮০টি আসনে জয়ী হলেও তাঁর বক্তব্য একই থাকত।
মঙ্গলবার লোকসভায় তাঁকে বলতে শোনা গিয়েছে, ''আমি ইভিএমকে (EVM) গতকাল বিশ্বাস করতাম না। আজও করি না। এমনকী, যদি ৮০টি আসনেই আমি জিততাম তাহলেও ইভিএমকে বিশ্বাস করতাম না। ইভিএমের ইস্যুটা কিন্তু এখনও ফুরিয়ে যায়নি। এবং আমরা সমাজবাদীরা এবিষয়ে অনড়ই থাকব।'' সেই সঙ্গেই অগ্নিপথ প্রসঙ্গও উঠে আসে তাঁর মুখে। অখিলেশের দাবি, এমনকী সেনাবাহিনীতে যাঁরা কর্মরত তাঁরাও মনে করেন এই প্রকল্প জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করছে! সাংসদের কথায়, ''অগ্নিপথ ইস্যু উদ্বেগের। আমি একজন সেনা স্কুলের প্রাক্তনী। সেনাবাহিনীর সিনিয়রদের সঙ্গে কথা বলে দেখেছি। তাঁরাও মনে করছেন অগ্নিপথ জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করছে।''
প্রসঙ্গত, এবারের অধিবেশনের শুরু থেকেই উত্তাল লোকসভা। মূলত নিট ইস্যুকে হাতিয়ার করতে দেখা গিয়েছে বিরোধীদের। বিরোধীদের দাবি, এই মুহূর্তে দেশের সবচেয়ে জ্বলন্ত ইস্যু নিট (NEET)। এর সঙ্গে জড়িয়ে পড়ুয়াদের ভবিষ্যৎ। অন্য সব এজেন্ডার আগে নিট ইস্যুতে আলোচনা হোক। সরকার পক্ষ তা মানতে না চাওয়ায় শেষ পর্যন্ত বিক্ষোভের পথে হাঁটতে হয় ইন্ডিয়া জোটকে। এদিন অখিলেশের মুখেও সেই বিতর্কের কথাও উঠে এল। অখিলেশের প্রশ্ন, ''কবে সরকার গ্যারান্টি দেবে যে কোনও প্রশ্ন ফাঁস হবে না?'' পাশাপাশি এনডিএ সরকারকে আরও কটাক্ষ করে সমাজবাদী পার্টির নেতার মন্তব্য, ''জনতা সরকারের অহঙ্কারকে চূর্ণ করে দিয়েছে। মানুষ বলছে এই সরকার টিকবে না। ইন্ডিয়া জোট এবারের নির্বাচনে নৈতিক জয় পেয়েছে।''