shono
Advertisement

বদলির প্রতিবাদে স্বাস্থ্যসচিবের ঘরে ভাঙচুর কর্মীদের, বিক্ষোভকারীর মৃত্যু

ধুন্ধুমার সল্টলেকের স্বাস্থ্যভবনে। The post বদলির প্রতিবাদে স্বাস্থ্যসচিবের ঘরে ভাঙচুর কর্মীদের, বিক্ষোভকারীর মৃত্যু appeared first on Sangbad Pratidin.
Posted: 05:11 PM Dec 01, 2017Updated: 03:12 PM Sep 21, 2019

কলহার মুখোপাধ্যায়, বিধাননগর: একযোগে স্বাস্থ্য দপ্তরের ৬৭ জন কর্মীকে বদলি। প্রতিবাদে কর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার সল্টলেকের স্বাস্থ্যভবনে। স্বাস্থ্যসচিবের ঘরে ভাঙচুর, একজন বিক্ষোভকারীদের মৃত্যু। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী, কমব্যাট ফোর্স। শেষ পাওয়া খবর অনুযায়ী, স্বাস্থ্যসচিব অনিল ভার্মার সঙ্গে দেখা করেছে বিক্ষোভকারীদের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল। তবে কর্মীদের তালিকা প্রত্যাহার করা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে খবর।

Advertisement

[চকোলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতন দুই শিক্ষকের]

বিতর্কের সূত্রপাত দিন কয়েক আগে। সূত্রের খবর, গত ৩০ নভেম্বর ৬৭ জন কর্মীকে বদলির বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য দপ্তর। তাঁদের মধ্যে আবার ৬২ জনকেই জেলায় বদলি করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের এই সিদ্ধান্তেই কর্মীদের মধ্যে তুমুল অসন্তোষ ছড়িয়েছে। স্বাস্থ্য দপ্তরের কর্মীদের একাংশের অভিযোগ, কোনওরকম নোটিস ছাড়াই ওই কর্মীদের বদলি করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর। এই বদলির প্রতিবাদে শুক্রবার সকালে সল্টলেকে স্বাস্থ্যভবনের চারতলায় স্বাস্থ্যসচিব অনিল ভার্মার ঘরের সামনে বিক্ষোভ  দেখাচ্ছিলেন কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভ চলাকালীন, তাতে শামিল হন কাজল বন্দ্যোপাধ্যায় নামে স্বাস্থ্যভবনের এক কর্মী। স্বাস্থ্যভবনের মেডিক্যাল এস্টাব্লিশমেন্ট বিভাগের কর্মী তিনি। কাজলবাবু অবশ্য বদলি হননি। বিক্ষোভ চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে স্বাস্থ্যভবনের মেডিক্যাল রুমে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থায় অবনতি হলে, কাজল বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু, বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান ওই স্বাস্থ্যকর্মী।

[অতীত থেকে শিক্ষা নেয়নি জি ডি বিড়লা স্কুল, ফুঁসছেন অভিভাবকরা]

এই খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। স্বাস্থ্যভবনে চারতলায় ভাঙুচর শুরু করেন বিক্ষোভকারীরা। ভাঙচুর চলে স্বাস্থ্যসচিব অনিল ভার্মা ঘরেও। পরিস্থিতি সামাল দিতে সল্টলেকে চারটি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় স্বাস্থ্য ভবনে। আসে কমব্যাট ফোর্সও। বিক্ষোভকারীদের দাবি, গৌতম হালদার ও অরুনাভ পাল নামে আরও দু’জন কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর, বিকেলে বিক্ষোভকারীদের পাঁচজন প্রতিনিধির সঙ্গে দেখা করেন স্বাস্থ্যসচিব অনিল ভার্মা। বেশ কিছুক্ষণ বৈঠক হয়। কিন্তু, বৈঠকে কী আলোচনা হয়েছে, তা নিয়ে মুখ খোলেনি কোনও পক্ষই। তবে সূত্রের খবর, বৈঠকে বদলি হওয়া কর্মীদের তালিকা প্রত্যাহার নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

[পরপুরুষে আসক্ত স্ত্রী, সন্দেহে রড দিয়ে মাথা থেঁতলে খুন স্বামীর]

The post বদলির প্রতিবাদে স্বাস্থ্যসচিবের ঘরে ভাঙচুর কর্মীদের, বিক্ষোভকারীর মৃত্যু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement