অরিঞ্জয় বোস: পরিকল্পনা ছিল বিরাট সমারোহে পালন করা হবে কোহলির জন্মদিন। সিএবির সেই স্বপ্ন অবশ্য পূরণ হচ্ছে না আগামী ৫ নভেম্বর, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। ইডেনে বিরাট-জন্মদিন উদযাপনের যাবতীয় পরিকল্পনাই বাতিল করা হয়েছে বিসিসিআইয়ের তরফে।
বিশ্বকাপে (World Cup 2023) প্রোটিয়া-বধে যেদিন মাঠে নামছে টিম ইন্ডিয়া, সেদিনই ৩৫তম জন্মদিন কিং কোহলির। স্বভাবতই ভারতীয় ক্রিকেট নক্ষত্রের জন্মদিনটাকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল সিএবির তরফে। যে নীল নকশা তৈরি করা হয়েছিল, তাতে বেশ কয়েকটি চমক ছিল। সবচেয়ে বড় চমক ছিল ইডেনের প্রায় সত্তর হাজার গ্যালারির জন্য রাখা হবে ‘কোহলি-মুখোশ’। পাশাপাশি বিরাটের জন্য স্পেশাল বার্থডে কেকেরও ব্যবস্থা রাখা হয়েছিল। সেই কেক কাটার মুহূর্তে গোটা গ্যালারি ‘বিরাট-মুখোশ’ পরে জন্মদিনে শামিল হবে, সেটাই ছিল সিএবির পরিকল্পনা। কিন্তু বোর্ডের তরফে এ ব্যাপারে অনুমতি মেলেনি।
[আরও পড়ুন: এবার শুভেন্দুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ কাকলির, ১০০ কোটির মানহানি মামলার হুঁশিয়ারি]
সূত্রের খবর, প্রথমত, বিরাটের জন্মদিন পালনে স্বার্থের সংঘাত দেখছে বিসিসিআই। গোটা গ্যালারি বিরাট-উদযাপনে মাতলে সমস্যা হবে বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থার বিপণনে। স্পনসরদের কথা মাথায় রেখেই অনুমতি দিতে নারাজ ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। তাছাড়া দলের কোনও এক ক্রিকেটব্যক্তিত্বের জন্মদিন পালনে এমন আতিশয্যের আয়োজন হোক, চাইছেন না বোর্ড কর্তারা। সেটা বিরাট হলেও নয়। বিশ্বকাপ চলাকালীন এমন ঘটনা ঘটলে তার প্রভাব অন্যরকম হতে পারে, সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়ার নয়। ফলে বিশ্বকাপে দলের একতাকে ফোকাসে রেখেই এগোনোর পক্ষপাতী বিসিসিআই।
কোহলির জন্মদিনকে কেন্দ্র করে আতশবাজির রোশনাইয়ের কথাও ভাবা হয়েছিল সিএবির তরফে। বিরাটের জন্মদিন সেলিব্রেট করার ইচ্ছাপূরণ না হওয়ায় হতাশ বঙ্গ ক্রিকেটের কর্তারা। তবে যাবতীয় সমারোহ বাতিল হলেও বিরাটের জন্য রাখা হবে জন্মদিনের কেক। তাঁর হাতে বিশেষ স্মারকও দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই কেক ও স্মারক কোহলির জন্য ড্রেসিংরুমে পাঠিয়ে দেওয়া হবে সিএবির পক্ষ থেকে বলেই সূত্রের খবর। সেখানেই সতীর্থদের সঙ্গে জন্মদিন উদযাপন করবেন বিরাট-রাজা।
[আরও পড়ুন: Mahua Moitra: ‘একটা চুলও ছুঁতে পারবে না’, চ্যালেঞ্জ ছুড়ে এথিক্স কমিটিতে হাজিরার ঘোষণা মহুয়ার]
অতঃপর? বিরাট-পরিকল্পনা বাতিল হলেও ক্রিকেট থাকছে। থাকছে ভারত, দক্ষিণ আফ্রিকা দু’দলের দ্বৈরথ। আর থাকছেন কিং কোহলি স্বয়ং। ২২ গজে যদি জ্বলে ওঠে বিরাটের উইলো-কুঠার? যদি শতরানে মাতিয়ে দেন ক্রিকেটের স্বর্গোদ্যান? শচীন-শৃঙ্গ স্পর্শ নাকি তাঁকে টপকে নতুন শিখরে পদার্পণ? বিরাট-সম্ভাবনার আশা-প্রদীপ জ্বেলে অপেক্ষমান নন্দনকানন। ছিমছাম জন্মদিনে রানের রোশনাইয়ে রাঙিয়ে দিয়ে যাবেন বিরাট-রাজা, অপেক্ষা এখন তারই।