সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান অধিনায়ক বাবর আজম (Babar Azam) সম্পর্কে ভবিষ্যদ্বাণী করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি যা বললেন তাতে অন্য দলগুলো ভীত সন্ত্রস্ত হতেই পারে। গৌতম গম্ভীর জানিয়েছেন, এবারের বিশ্বকাপে একাধিক সেঞ্চুরি করতে পারেন বাবর আজম।
২০১৯ সালের বিশ্বকাপে রোহিত একাই পাঁচটি সেঞ্চুরি করেছিলেন। এবার বাবরের ব্যাট থেকে দেখা যাবে দুরন্ত সব সেঞ্চুরি। সম্প্রচারকারী চ্যানেলে গম্ভীর বলছেন, ”ভারত ঘরের মাঠে বিশ্বকাপ খেলছে। ঘরের মাঠে রোহিত শর্মার রেকর্ডের কথা আমরা সবাই জানি। তিন-চারটে ডাবল হান্ড্রেড রয়েছে রোহিতের। এবারের বিশ্বকাপে রোহিতের ব্যাটে রান আছে বলেই মনে হচ্ছে।”
[আরও পড়ুন: নেপালের বিরুদ্ধে শতরান করে দুবার সেলিব্রেশন করলেন যশস্বী, দেখুন ভাইরাল ভিডিও]
পাক অধিনায়ক সম্পর্কে গম্ভীর বলছেন, ”বাবর আজমের যা টেকনিক তাতে আমার মনে হয় এবারের বিশ্বকাপে তিন-চারটে সেঞ্চুরি ও করবেই।”
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে বাবর আজম দারুণ ছন্দে ধরা দেন। বাবর ৮০ রান করেন। পাকিস্তান বড় রান তোলে বোর্ডে। উপমহাদেশের পিচ সম্পর্কে ভালো ধারণা রয়েছে পাকিস্তানের। ফলে এবারের বিশ্বকাপে বাবরের ব্যাট যে কথা বলবে তা বলাই বাহুল্য।