সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট সারিয়ে এবার হয়তো ফিরতে চলেছেন হার্দিক পাণ্ডিয়া। ভারতের প্রতিটা ম্যাচের আগেই এমন জল্পনা তৈরি হত। কিন্তু ইডেনে দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগেই যাবতীয় জল্পনায় ইতি পড়ল। বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ভারতীয় অলরাউন্ডার। এমন খবর প্রকাশ্যে আসার পরই এবার সোশাল মিডিয়ায় আবেগঘন একটি পোস্ট করলেন হার্দিক।
বিশ্বকাপে (World Cup 2023) বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক (Hardik Pandya)। শোনা যাচ্ছিল, তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না বিসিসিআইয়ের মেডিক্যাল টিম। তাই সব ঠিকঠাক থাকলে একেবারে সেমিফাইনালেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। কিন্তু শনিবার জানিয়ে দেওয়া হল, এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ হার্দিকের। এরপরই নিজের X হ্যান্ডেলে হার্দিক লেখেন, “বিশ্বকাপে আর নেই, বিষয়টা হজম করতেই কষ্ট হচ্ছে। তবে দলের সঙ্গে সবসময় থাকব। প্রত্যেক ম্যাচে, প্রটি বলে তাদের উৎসাহ দেব। আপনাদের সকলের শুভকামনা, ভালোবাসা আর সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। এই দলটা স্পেশাল। আশা করছি, আপনাদের গর্বিত করতে পারব।”
[আরও পড়ুন: ‘বিশ্বের যে কোনও টিমে শামিরা হেঁটে হেঁটে ঢুকবে’, বলছেন ফ্যানি ডে’ভিলিয়ার্স]
হার্দিকের ছিটকে যাওয়াটা নিঃসন্দেহে ভারতীয় শিবিরের কাছে বড় ধাক্কা। তাঁর বিদায়ে মন খারাপ ক্রিকেটপ্রেমীদেরও। হার্দিকের পরিবর্ত হিসেবে ঘোষিত হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণর নাম। তবে হার্দিকের বিশ্বাস, টুর্নামেন্টে যেমন দুরন্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া, তাঁকে ছাড়াও সেভাবেই এগিয়ে যাবে।
উল্লেখ্য, সূত্র মারফত জানা গিয়েছিল, গ্রেড ১ লিগামেন্ট ছিঁড়েছে হার্দিকের। সেই চোট সারতেই সাধারণত দুই সপ্তাহ সময় লেগে যায়। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ছিলেন পাণ্ডিয়া। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁর চোট না সারায় বিশ্বকাপ থেকেই শেষমেশ ছিটকে গেলেন তিনি।