সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক সাংবাদিককে তোপ দাগলেন হ্যারিস রউফ (Haris Rauf)। ভারতের বিরুদ্ধে ম্যাচে পাক দলের শরীরী ভাষায় আগ্রাসন দেখা যায়নি। এই নিয়েই জিজ্ঞাসাবাদ করেন সাংবাদিকরা।
আর তার উত্তর দিতে গিয়েই রউফ জানিয়ে দেন, তাঁরা ভারতে (India) খেলতে যাচ্ছেন, যুদ্ধ করতে যাচ্ছেন না। পাকিস্তানের পেসারকে বলতে শোনা গিয়েছে, ”ভারতীয়দের সঙ্গে আমি কেন লড়াই করতে যাব? এটা ক্রিকেট, যুদ্ধ নয়।”
[আরও পড়ুন: দুই ম্যাচে ৩২ গোল, এশিয়ান গেমসে ছুটছে হরমনপ্রীতের ভারতীয় দল]
এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন রউফ। কাঁধের চোট ছিটকে দিয়েছিল তাঁকে। বিশ্বকাপের জন্য ভারতে রওনা দেওয়ার আগে পাকিস্তানের তারকা পেসার জোর দিয়ে বলছেন, তাঁর কাঁধের চোট আর নেই। তিনি পুরোদস্তুর ফিট।
আসন্ন বিশ্বকাপে নামার জন্য তিনি তৈরি। হ্যারিস রউফ বলছেন, ”দেশের হয়ে যে কোনও টুর্নামেন্টে খেলাটাই বড় ব্যাপার। আগের থেকেও ভাল আমার ফিটনেস। দল হিসেবে আমরা খেলব। আমাকে নতুন না পুরনো বল দেওয়া হবে, তা স্থির করবে টিম ম্যানেজমেন্ট।” বিশ্বকাপে লক্ষ্য কী? রউফ বলছেন, ”বিশ্বকাপে আমার কোনও লক্ষ্য নেই। ব্যক্তিগত পারফরম্যান্সের থেকে দলগত পারফরম্যান্সের উপরে আমরা বেশি জোর দিচ্ছি।”