সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদে পা রাখার পর থেকেই সুস্বাদু মেনু পাতে পড়ছে পাকিস্তানি ক্রিকেটারদের। আর তার জন্যই কি বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচে পা হড়কাল পাকিস্তানের (Pakistan Cricket Team)? হয়তো তাই। হয়তো নয়। পাকিস্তানের সহ অধিনায়ক শাদাব খানকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের পরে জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁরা কি হায়দরাবাদি বিরিয়ানি (Hyderabadi Biriyani ) খাচ্ছেন? রসিকতার আশ্রয়ে শাদাব খান বলছেন, ”আমরা প্রতিদিনই হায়দরাবাদি বিরিয়ানি খাচ্ছি। আর সেই কারণেই হয়তো আমরা মন্থর হয়ে পড়েছি।”
পাকিস্তান দুটো প্রস্তুতি ম্যাচেই হার মেনেছে। যদিও তা প্রস্তুতি ম্যাচ। আসল প্রতিযোগিতা শুরু হলে অন্য এক পাকিস্তানকে দেখা যাবে বলেই মনে করছেন সবাই। যদিও দেশে প্রাক্তন ক্রিকেটাররা কিন্তু এখন থেকেই তাঁদের সমালোচনা শুরু করে দিয়েছেন। বলছেন, ভারতের বিরুদ্ধে খেলতে নামলে কাঁপতে থাকেন পাক ক্রিকেটাররা। এত রকম সমালোচনা নিয়েই বিশ্বকাপে খেলতে নামবেন শাদাব খান-বাবর আজমরা।
[আরও পড়ুন: এশিয়াডে তিরন্দাজিতে এল সোনা, পদক জয়ের নিরিখে ইতিহাস গড়ল ভারত]
এদিকে হায়দরাবাদে পাকিস্তানের ক্রিকেটারদের মেনুতে রয়েছে, মাটন, মুরগির মাংস, সুস্বাদু সব মাছ, ভেঁড়ার মাংসের চপ, বাটার চিকেন, গ্রিলড ফিশ, বাসমতী চালের ভাত, নিরামিষ পোলাও-সহ আরও অনেক ডিশ। ক্রিকেটারদের স্বাদ বদলের জন্য থাকছে হায়দরাবাদের হরেকরকমের বিরিয়ানিও। দুর্দান্ত সেই সব খাবার চেখে দেখার পরে হ্যারিস রউফ-শাদাব খানরা বলছেন, ”জবরদস্ত, মাজা আ গয়া।” কিন্তু মাঠে গিয়ে কিন্তু নিজেদের সুনামের প্রতি সুবিচার করতে পারছেন না। যার জন্য চিন্তা বাড়ছে দেশে।