সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ১৮ মাস পরে ওয়ানডে-র প্রথম একাদশে ফিরলেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। শুক্রবার ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে। ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল। অশ্বিনকে বল হাতে দেখা যাবে অজিদের পরীক্ষা নিতে। উল্লেখ্য, অশ্বিন শেষ বার ওয়ানডে খেলেছেন ২০২২ সালের জানুয়ারিতে।
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। সেই দলে নেই রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে ঘরের মাঠে হতে চলা ভারত-অস্ট্রেলিয়া সিরিজে অশ্বিনের অন্তর্ভুক্তি কিন্তু তাৎপর্যপূর্ণ। অশ্বিন এখন আর ভারতের সীমিত ওভারের দলে জায়গা পান না।
[আরও পড়ুন: চোট বড় বালাই! বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ]
গতবছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটো ওয়ানডে-তে শেষবার দেখা গিয়েছে ভারতের তারকা অফস্পিনারকে। ২০১৭ সালের পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে দলে ফিরেছিলেন তিনি। এর পরে ১৮ মাস পরে ফের ওয়ানডের প্রথম একাদশে অশ্বিন।
অশ্বিনের দিকে নজর থাকবে সবার। অশ্বিনের ফর্মের পাশাপাশি অক্ষর প্যাটেলের ফিটনেসের দিকেও তাকিয়ে থাকবে গোটা দেশ। এশিয়া কাপে চোটের কবলে পড়েছিলেন অক্ষর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটো ওয়ানডে দলে রাখা হয়নি অক্ষর প্যাটেলকে। তৃতীয় ওয়ানডে ম্যাচে তাঁকে দলে রাখা হলেও সবকিছু নির্ভর করে রয়েছে তাঁর সুস্থতার উপরে।