সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে ভারতের জয়যাত্রা অব্যাহত। ছয়ে ছয় করেছে টিম ইন্ডিয়া। ভারতের দুর্দান্ত এই দৌড়ের প্রশংসায় পাকিস্তানের প্রাক্তন বোলার শোয়েব আখতার (Shoaib Akhtar)। অবশ্য ভারতকে বেশি প্রশংসা করায় সমালোচকরা হয়তো রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের সমালোচনা করেন। সেই প্রসঙ্গে শোয়েব বলছেন, ”মানুষজন বলে থাকেন, ভারতের এত প্রশংসা করো কেন? প্রশংসা করবো না কেন?”
গত ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ভারত। শামির (Mohammad Shami) বোলিংয়ের তারিফ করেছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। তিনি বলছেন, ”শামি আসায় বদলে গিয়েছে ভারতের বোলিং বিভাগ। ইংল্যান্ডকে তো শামি একাই অন্ধ বানিয়ে দিল। ইংল্যান্ডকে শ্বাস নিতেই দেয়নি। এরপরে রয়েছে জাদেজা ও কুলদীপ। দুর্দান্ত বোলিং আক্রমণ ভারতের।”
[আরও পড়ুন: ৩৫তম জন্মদিনেই আসুক ৪৯তম শতরান, কোহলির জন্য রিজওয়ানের ‘বিরাট’ প্রার্থনা]
এখনও পর্যন্ত দুটো ম্যাচ খেলেছেন শামি। দুম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। শোয়েব আখতার বলছেন, ”লোকে বলছে, ব্যাটিংয়ের জন্যই জিতছে ভারত। আমি বলবো ক্ষুরধার বোলিং জেতাচ্ছে ভারতকে। বিশ্বকাপ (World Cup 2023) জিততে আর পাঁচটা ভালো দিন দরকার ভারতের। অপরাজিত হিসেবে ফাইনালে পৌঁছে যদি চ্যাম্পিয়ন হয় ভারত, তাহলে তা বিশ্বরেকর্ড হবে। একটি ম্যাচও না হেরে বিশ্বজয় করতে আমি কাউকে দেখিনি। সেমিফাইনাল বা ফাইনালে দুর্ভাগ্য তাড়া করবে ভারতকে, এটা আমার মনে হয় না।”
[আরও পড়ুন: ‘রান তাড়া করার দিক থেকে শচীনকে ছাপিয়ে গিয়েছে বিরাট’, বড় মন্তব্য গ্রেম স্মিথের]