shono
Advertisement
Dhanashree Verma

'নীরবতা আমার দুর্বলতা নয়', বিচ্ছেদ জল্পনায় এবার মুখ খুললেন ধনশ্রী, নিশানা কাকে?

ধনশ্রীর সঙ্গে চাহালের সম্পর্কে ফাটলের গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুঞ্জন এখন রীতিমতো সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে।
Published By: Subhajit MandalPosted: 09:06 AM Jan 09, 2025Updated: 01:44 PM Jan 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুজবেন্দ্র চাহালের সঙ্গে তাঁর চার বছরের বিবাহিত জীবনে নাকি ইতি পড়তে চলেছে। যা নিয়ে বিস্তর লেখালেখি, ট্রোল, আক্রমণ। এমনকী চাহালের তরফ থেকেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য ভেসে আসছে তাঁর উদ্দেশে। এই পরিস্থিতিতে এবার মৌন ভাঙলেন ধনশ্রী ভার্মা (Dhanashree Verma)। সোশাল মিডিয়ায় তিনি নিশানা করলেন, অপপ্রচারকারী, ট্রোলারদের। ধনশ্রী দাবি করলেন, সত্যিটা একদিন সামনে আসবেই।

Advertisement

সোশাল মিডিয়ায় ধনশ্রী বললেন, "গত কয়েকটা দিন আমার পরিবারের খুব কঠিন কেটেছে। সবচেয়ে খারাপ লাগার বিষয় হল, কোনওরকম তথ্য যাচাই না করেই সমাজমাধ্যমে ভিত্তিহীন লেখালেখি হচ্ছে। আমাকে নিয়ে বিভ্রান্তিকর লেখালেখি, ঘৃণা ছড়ানো এবং ট্রোল করা সবই হয়েছে।" ধনশ্রীর বক্তব্য, "বছরের পর বছর কঠোর পরিশ্রম করে আমরা সততার সঙ্গে সুনাম অর্জন করেছি। নীরবতা আমার দুর্বলতা নয়। এটা শক্তির পরিচয়।"

চাহালের স্ত্রী হওয়ার বাইরে নিজস্ব পরিচিত রয়েছে ধনশ্রীর। তিনি সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কোরিওগ্রাফার এবং নিজেও নৃত্যশিল্পী। তাঁর আক্ষেপ, "নেগেটিভিটি সমাজমাধ্যমে খুব সহজেই ছড়িয়ে পড়ে। তবে অন্যদের সাহায্য করতে সাহস এবং সহানুভূতি লাগে।" তাঁর সংযোজন, "আমি সততায় বিশ্বাস করি। একদিন সত্যিটা সামনে আসবেই। আর কোনও ব্যাখ্যার প্রয়োজন হবে না।"

গত বছর থেকেই ধনশ্রীর সঙ্গে চাহালের সম্পর্কে ফাটলের গুঞ্জন শোনা যাচ্ছিল। চাহাল নিজের সোশাল অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘নতুন জীবনের সূচনা হচ্ছে।’ যদিও চাহাল তখন ডিভোর্সের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এই ঘটনার পরই স্বামীর পদবি নিজের নামের পাশ থেকে মুছে ফেলেছিলেন ধনশ্রী। তাতে ফের তাঁদের সম্পর্কে চির ধরার চর্চা উঠে আসে শিরোনামে। সেই গুঞ্জন এখন রীতিমতো সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে। সোশাল মিডিয়ায় ধনশ্রীর সঙ্গে সমস্ত ছবি মুছে দিয়েছেন চাহাল। আবার ধনশ্রীকে 'আনফলো'ও করে দিয়েছেন চাহাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যুজবেন্দ্র চাহালের সঙ্গে তাঁর চার বছরের বিবাহিত জীবনে নাকি ইতি পড়তে চলেছে।
  • এই পরিস্থিতিতে এবার মৌন ভাঙলেন ধনশ্রী বর্মা।
  • সোশাল মিডিয়ায় তিনি নিশানা করলেন, অপপ্রচারকারী, ট্রোলারদের। ধনশ্রী দাবি করলেন, সত্যিটা একদিন সামনে আসবেই।
Advertisement