সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনার অক্ষরে মহাকাশে ইতিহাস লিখেছে ভারত। বুধবার চাঁদ ছুঁয়ে আমেরিকা ও রাশিয়ার মতো দিকপালদেরও তাক লাগিয়ে দিয়েছে ইসরোর চন্দ্রযান-৩। ভারতের এই সাফল্যে আনন্দিত গোটা বিশ্ব। ব্রিকস সম্মেলনে রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছা বার্তায় ভাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত মঙ্গলবার থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ব্রিকস জোটের পঞ্চদশ শীর্ষ সম্মেলন। আজই শেষদিন সামিটের (২২ থেকে ২৪ আগস্ট)। প্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সম্মেলনে যোগ দেওয়া নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে জোহানেসবার্গে পৌঁছে যান মোদি। রয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ভারচুয়ালি অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ছিল সম্মেলনের দ্বিতীয়দিন। বিদেশ থেকে ভারচুয়ালি ল্যান্ডার বিক্রমের সফ্টল্যান্ডিং দেখেন মোদি। তারপর নৌশভোজে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান রাষ্ট্রনেতারা।
চন্দ্রপৃষ্ঠে বিক্রমের অবতরণ ও রোভার প্রজ্ঞানের যাত্রা শুরু নিয়ে এদিন মোদিকে শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা জানায় রাশিয়া, আমেরিকা, সৌদি আরব-সহ বহু দেশ। এদিকে, চন্দ্রযানের সাফল্যের পর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) চেয়ারম্যান এস সোমনাথকে ফোন করেন মোদি। তিনি বলেন, “আপনার নাম সোমনাথ। যা চাঁদের সঙ্গে সম্পর্কিত। আজকের সাফল্যে আপনি ও আপনার পরিবার নিশ্চয়ই খুব খুশি হয়েছেন। আপনাদের অনেক শুভেচ্ছা। দ্রুত আপনাদের সঙ্গে দেখা করার চেষ্টা করব।”
[আরও পড়ুন: ‘ভাই’ চাঁদের হাতে চন্দ্রযানের রাখি ‘দিদি’ পৃথিবীর, বিক্রমের সাফল্যে মিমের বন্যা নেটদুনিয়ায়]
উল্লেখ্য, ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই বলেন, “চন্দ্রযানের এই সাফল্য শুধু ভারতের নয়। গোটা বিশ্বের মানুষ এই সাফল্যের শরিক। বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছে ভারত।” এরপরেই চাঁদের সঙ্গে মানুষের চিরকালীন সম্পর্কের কথা তুলে ধরেন। বলেন, “আমরা পৃথিবীকে মা বলে ডাকি, আর চাঁদকে মামা বলি। একটা সময় বলা হত, চাঁদ মামা অনেক দূরে থাকেন। কিন্তু কয়েকদিন পরে বাচ্চারা বলবে, মাত্র একটা ট্রিপেই চাঁদ মামার কাছে পৌঁছে যাওয়া যাবে। ভারতে বসে আমরা পরিকল্পনা করেছিলাম, চাঁদে গিয়ে সেটা সফল করলাম।”