সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আকাশে বিপর্যয়। এবার ঘটনাস্থল আমেরিকার মিশিগান। সেখানে একটি রাস্তার উপর আছড়ে পড়ল একটি ছোট বিমান। ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভেঙে পড়ার পরই বিমানটিতে বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং আগুন লেগে যায় বলে খবর।
জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল পাঁচটা নাগাদ মিশিগানের বাথ টাউনশিপের ক্লার্ক রোড এবং পিকক রোডের সংযোগস্থলে বিমানটি ভেঙে পড়ে। তারপরই বিকট শব্দে বিস্ফোরণ হয়। গল গল করে বেরোতো থাকে কালো ধোঁয়া। সমাজমাধ্যমে দুর্ঘটনার মুহূর্তের একাধিক ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে (যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, রাস্তার উপরই দাউ দাউ করে জ্বলছে বিমানটি। কালো ধোঁয়া ঢেকে গিয়েছে গোটা আকাশ। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে আসেন পুলিশ আধিকারিকরা। দেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু কী কারণে বিমানটি আচমকা ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মৃতদের নাম পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
প্রসঙ্গত, গত রবিবারও টেক্সাসে একটি বিমান দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছিল। সেটিও একটি ছোট বিমান ছিল। ট্যারান্ট কাউন্টির হিক্স এয়ারফিল্ডের কাছে একটি উড়ানটি একটি ট্রাকের উপর আছড়ে পড়ে। এরপরই ভয়ংকর বিস্ফোরণের সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। এই ঘটনায় মৃত্যু হয় দু'জনের। পাশাপাশি, দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা অন্তত ১০টি ট্রাকে আগুন ধরে যায় বলে খবর।
