shono
Advertisement
Pakistan

পাক সেনাঘাঁটিতে ভয়ংকর আত্মঘাতী হামলা তালিবানের, একাধিক জওয়ানের মৃত্যু

বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয় পাশের একটি মসজিদ।
Published By: Amit Kumar DasPosted: 01:48 PM Dec 20, 2025Updated: 01:48 PM Dec 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদ্রোহের আগুনে পুড়তে থাকা পাকিস্তানে ফের বড় হামলা। শুক্রবার উত্তর ওয়াজিরিস্তানে এক সেনা ক্যাম্পে চলল আত্মঘাতী হামলা। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৪ পাক সেনার। পাশাপাশি আহত হয়েছেন অন্তত ১৫ জন। মৃতদের তালিকায় রয়েছেন মহিলা ও শিশু।

Advertisement

পাক সেনা ও স্থানীয় পুলিশ প্রশাসনের রিপোর্ট অনুযায়ী, এই এলাকা পাকিস্তানের উত্তর-পশ্চিম প্রান্ত উত্তর ওয়াজিরিস্তান। আফগানিস্তান সীমান্তবর্তী এই এলাকা খাইবার পাখতুনখোয়ার মধ্যে পড়ে। হামলার নেপথ্যে ছিল এক আত্মঘাতী জঙ্গি ও তিন বন্দুকধারী। সেনার রিপোর্ট অনুযায়ী, হামলাকারীরা প্রথমে নিরাপত্তার ঘেরাটোপ ভাঙার চেষ্টা করে। বিস্ফোরক বোঝাই একটি গাড়ি সেনা ক্যাম্পের বাইরের দেওয়ালে সজোরে ধাক্কা মারে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল আশপাশের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে যায় পাশের একটি মসজিদ।

এই হামলার জেরে মৃত্যু হয় চার পাকিস্তানি সেনা জওয়ানের। এই হামলার পর বন্দুকধারী আরও তিন হামলাকারী ক্যাম্পের মধ্যে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। দীর্ঘক্ষণ ধরে গুলির লড়াইয়ের পর ওই তিন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেনা। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি। সেনার দাবি, আফগানিস্তান থেকেই রচিত হয়েছে এই হামলার ব্লুপ্রিন্ট।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাথাব্যাথার অন্যতম বড় কারণ এই আফগানিস্তানের মদতপুষ্ট টিটিপি। খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান-সহ পাক-আফগান সীমান্ত এদের ঘাঁটি হিসেবে পরিচিত। পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবি এখানকার মানুষের দীর্ঘদিনের। যার জেরে এইসব অঞ্চল থেকে প্রায়শই পাক সেনাবাহিনীর উপর চলে মারণ হামলা। এদিকে, এই অঞ্চলগুলোর মধ্যে দিয়ে গিয়েছে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি। খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় ফিঁদায়ে হামলা তাই নতুন কিছু নয়। পাকিস্তানের অভিযোগ আফগানিস্তানের মদতেই চলে এই ধরনের হামলা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিদ্রোহের আগুনে পুড়তে থাকা পাকিস্তানে ফের বড় হামলা।
  • শুক্রবার উত্তর ওয়াজিরিস্তানে এক সেনা ক্যাম্পে চলল আত্মঘাতী হামলা।
  • এই ঘটনায় মৃত্যু হয়েছে ৪ পাক সেনার।
Advertisement