shono
Advertisement
Mexican Navy Plane

এয়ারলিফ্ট করে রোগী নিয়ে যাওয়ার সময় ভয়ংকর দুর্ঘটনা, আমেরিকায় ভেঙে পড়ল মেক্সিকোর নৌসেনার বিমান

ফের বিমান দুর্ঘটনা।
Published By: Subhodeep MullickPosted: 01:59 PM Dec 23, 2025Updated: 03:25 PM Dec 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ারলিফ্ট করে রোগী নিয়ে যাওয়ার সময় ভয়ংকর দুর্ঘটনা। আমেরিকার টেক্সাস উপকূলে ভেঙে পড়ল মেক্সিকোর নৌসেনার একটি বিমান। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে রয়েছে একজন শিশু।

Advertisement

সূত্রের খবর, সোমবার এক শিশু-সহ কয়েকজন রোগীকে এয়ারলিফ্ট করে একটি হাসপাতালে নিয়ে যাচ্ছিল বিমানটি। কিছুটা যাওয়ার পরই গ্যালভেস্টনের কাছে হঠাৎ বিমানটি ভেঙে পড়ে। উড়ানটিতে চারজন মেক্সিকোর নৌসেনা আধিকারিক এবং চারজন সাধারণ নাগরিক ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পাঁচ জনের। সূত্রের দাবি, দুর্ঘটনার পর বাকিদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় মার্কিন পুলিশ, উপকূলরক্ষী বাহিনী এবং উদ্ধারকারী দল। এখনও চলছে উদ্ধারকাজ।

কিন্তু কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা। প্রসঙ্গত, টেক্সাস উপকূলের গ্যালভেস্টন দ্বীপ অন্যতম একটি জনপ্রিয় এলাকা। সূত্রের খবর, কয়েকদিন ধরেই সেখানে আবহাওয়া খারাপ ছিল। তবে বিমানটিতে কোনও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এয়ারলিফ্ট করে রোগী নিয়ে যাওয়ার সময় ভয়ংকর দুর্ঘটনা।
  • আমেরিকার টেক্সাস উপকূলে ভেঙে পড়ল মেক্সিকোর নৌসেনার বিমান।
  • ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
Advertisement