সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ঘূর্ণিঝড় দিটওয়ার দাপটে লন্ডভন্ড হয়ে যায় শ্রীলঙ্কা। ঝড়ের দাপটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বহু এলাকায়। প্রাণ হারান শতাধিক মানুষ। বিপর্যয়ে শ্রীলঙ্কার পাশে দাঁড়ায় ভারত। দ্বীপরাষ্ট্রের সাহায্যে 'অপারেশন সাগর বন্ধু' শুরু করে নয়াদিল্লি। সি-১৩০ এবং আইএল-৭৬ বিমানে আধা সামরিক বাহিনীর সদস্যদের পাঠানো হয়। পাঠানো হয়েছে ত্রাণসামগ্রীও। মঙ্গলবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন ঘূর্ণিঝড় দিটওয়ার সময় শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে পেরে ভারত গর্বিত। পাশাপাশি, ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সহায়তা প্যাকেজ প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ দূত হিসেবে শ্রীলঙ্কায় দু'দিনের সফরে রয়েছেন জয়শংকর। শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিথা হেরাথের পাশে দাঁড়িয়ে এই মন্তব্য করেন জয়শংকর। তিনি বলেন, '২০২২ সালের অর্থনৈতিক সংকট থেকে যখন শ্রীলঙ্কা বেরিয়ে আসছিল, ঠিক তখনই এই প্রাকৃতিক দুর্যোগ নতুন নতুন সমস্যা তৈরি করেছে।' তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী মোদির নির্দেশে আমরা শ্রীলঙ্কা সরকারের সঙ্গে মিলে তাদের সমস্যাগুলি মোকাবেলা করব।'
জানা গিয়েছে, এই ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়া হবে সেখানে অনেকটা ছাড় পাবে শ্রীলঙ্কা। এছাড়া ১০০ মিলিয়ন মার্কিন ডলার হবে অনুদান। তিনি জানিয়েছেন শ্রীলঙ্কার সরকারের সঙ্গে মিলে এই প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। সাইক্লোনের আঘাতে ক্ষতি হওয়া সবথেকে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সাহায্য করবে ভারত। এরমধ্যে রয়েছে রাস্তা এবং হাইওয়ে মেরামতের পাশাপাশি রেললাইন এবং ব্রিজ বানানো।
প্রসঙ্গত, দেশজুড়ে প্রবল আর্থিক সঙ্কটের মধ্যে ২০২২ সালে জনতার বিক্ষোভ আন্দোলনে শ্রীলঙ্কায় পতন হয় তৎকালীন সরকারের। এরপর থেকে নতুন শাসকের নেতৃত্বে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কলম্বো। যদিও প্রায় দেউলিয়া পরিস্থিতিতে ভারত সাহায্য করেছিল প্রতিবেশী দ্বীপরাষ্ট্রকে। অন্যদিকে খারাপ সময় শ্রীলঙ্কাকে অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছিল চিন।
কিন্তু, কিছুদিন আগেই ফের শ্রীলঙ্কাকে অর্থসাহাজ্য করে চিন। শ্রীলঙ্কার জন্য ৪.৩ হাজার কোটি টাকা (৫০ কোটি ডলার) ঋণ মঞ্জুর করে বেজিং। এর জন্য চিনের ব্যাঙ্ককে ধন্যবাদ জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে।
