shono
Advertisement
Pakistan

কাশ্মীর পাকিস্তানের প্রধান শিরা! 'ভারতীয় সেনাকেও ভয় পাই না', বিস্ফোরক পাক সেনাপ্রধান

১৩ লক্ষ সেনায় সজ্জিত ভারতীয় বাহিনীকে ভয় পায় না পাকিস্তান, দাবি পাক সেনাপ্রধানের।
Published By: Anwesha AdhikaryPosted: 01:19 PM Apr 17, 2025Updated: 02:08 PM Apr 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩ লক্ষ সেনায় সজ্জিত ভারতীয় বাহিনীকে ভয় পায় না পাকিস্তান। তাই জঙ্গিরাও কোনওমতেই পাক সেনা ভয় দেখাতে পারবে না। প্রবাসী পাকিস্তানিদের একটি সম্মেলনে এমনটাই দাবি করলেন পাক সেনা প্রধান আসিম মুনির। তাঁর কথায়, কাশ্মীর হল পাকিস্তানের অঙ্গ। সেটা কোনওদিন ভোলা যাবে না।

Advertisement

গত বেশ কয়েকমাস ধরে বালোচ বিদ্রোহীদের দাপটে কাঁপছে পাকিস্তানের পশ্চিম প্রান্ত। পাক সেনার শত চেষ্টা সত্ত্বেও বালোচ বিদ্রোহীদের দমন করা যায়নি। তাই বালোচদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে পাক সেনা। প্রবাসী পাকিস্তানিদের সভাতেও সেই ইস্যুতেই সুর চড়াতে চেয়েছিলেন পাক সেনা প্রধান। তিনি বলেন, "আপনাদের কি মনে হয় এই জঙ্গিরা পাকিস্তানের ভাগ্য বদলে দেবে? আমরা ১৩ লক্ষ ফৌজের ভারতীয় সেনাকেই ভয় পাই না। তাহলে এই জঙ্গিরা কী করে পাক সেনাকে হারাবে?"

ভারতীয় সেনাকে খানিক খাটো করে দেখানোর পাশাপাশি কাশ্মীর নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন পাক সেনাপ্রধান। তাঁর কথায়, কাশ্মীর হল পাকিস্তানের জিউগুলার ভেন। শারীরবিদ্যা অনুযায়ী, এই জিউগুলার ভেন হল মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। জিউগুলার ভেনের মাধ্যমেই হৃদপিণ্ড থেকে মাথা এবং ঘাড়ে রক্ত সঞ্চালন হয়। কাশ্মীরকে সেই শিরার সঙ্গে তুলনা করেছেন পাক সেনাপ্রধান। তাঁর কথায়, কাশ্মীর নিয়ে আমাদের অবস্থান খুব স্পষ্ট। কাশ্মীর আমাদের জিউগুলার ভেন ছিল, আছে, থাকবে। কাশ্মীরি বীর ভাইরা যে সংগ্রাম চালাচ্ছেন, আমরা তাঁদের ছাড়ব না।কাশ্মীরকে কোনওদিন ভুলবে না পাকিস্তান।"

পাক সেনা প্রধানের মন্তব্যে এখনও ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে বিতর্ক দানা বাঁধছে তাঁর মন্তব্য ঘিরে। কাশ্মীর ইস্যুতে যেভাবে উসকানিমূলক মন্তব্য করেছেন পাক সেনাপ্রধান, তাতে দুই দেশের সম্পর্ক আবারও খারাপ হতে পারে। ভারতীয় সেনাকেও বালোচ বিদ্রোহীদের সঙ্গে তুলনা করে খোঁচা দিয়েছেন মুনির। পড়শি দেশের এমন মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিতে পারে ভারতীয় সেনাও।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত বেশ কয়েকমাস ধরে বালোচ বিদ্রোহীদের দাপটে কাঁপছে পাকিস্তানের পশ্চিম প্রান্ত।
  • ভারতী সেনাকে খানিক খাটো করে দেখানোর পাশাপাশি কাশ্মীর নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন পাক সেনাপ্রধান।
  • পাক সেনা প্রধানের মন্তব্যে এখনও ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
Advertisement