shono
Advertisement
Elon Musk

ধ্বংস হচ্ছে মানবজাতি! বিশ্বজুড়ে নিজের সন্তান চান মাস্ক, জাপানে পাঠালেন বীর্য?

সবমিলিয়ে এখনও পর্যন্ত ১৪ জন সন্তানের জন্ম দিয়েছেন মাস্ক।
Published By: Anwesha AdhikaryPosted: 12:17 PM Apr 17, 2025Updated: 02:18 PM Apr 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধ্বংস হয়ে যাবে মানবজাতি। তাই নিজের সন্তানদের এক বিরাট বাহিনী গড়ে তুলতে চাইছেন এলন মাস্ক! সূত্রের খবর, একাধিক মহিলার সঙ্গে যোগাযোগ করেছেন মাস্কের কর্মীরা। বিশেষ চুক্তি করে মাস্কের সন্তান ধারণ করতে হবে, বদলে বিরাট আর্থিক সাহায্য করবেন বিশ্বের ধনীতম ব্যক্তি- এমন প্রস্তাব দেওয়া হয়েছে একাধিক মহিলাকে। বিস্ফোরক এই তথ্য প্রকাশ্যে এনেছে বিখ্যাত মার্কিন সংবাদসংস্থা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

Advertisement

সবমিলিয়ে এখনও পর্যন্ত ১৪ জন সন্তানের জন্ম দিয়েছেন মাস্ক। চার মহিলার গর্ভে জন্ম নিয়েছে টেসলা কর্তার সন্তানরা। যদিও অসমর্থিত সূত্রের খবর, বাস্তবে মাস্কের সন্তানের সংখ্যা অনেক বেশি। মার্কিন সংবাদপত্রটির দাবি, জাপানের এক উচ্চপদস্থ মহিলাকেও নিজের বীর্য দান করেছেন টেসলা কর্তা। জাপান প্রশাসনের অনুরোধেই নাকি এমনটা হয়েছে। গত সেপ্টেম্বর মাসে মাস্কের সন্তানের জন্ম দিয়েছেন বলে দাবি করেছিলেন মার্কিন ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার। তাঁকে আবারও অন্তঃসত্ত্বা করার কথা বলেছেন মাস্ক, এমনটাই দাবি ওই মার্কিন সংবাদপত্রে।

টিফানি ফং নামে আরও এক ইনফ্লুয়েন্সার দাবি করেন, মাস্কের সন্তানের জন্ম দেওয়ার প্রস্তাব এসেছিল তাঁর কাছেও। বিষয়টি নিয়ে সরব হওয়ার পরেই সোশাল মিডিয়ায় তাঁকে আনফলো করে দেন টুইটার কর্তা। একাধিক মহিলা দাবি করেছেন, মাস্কের তরফে খুব গোপনে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ধনকুবেরের সন্তান ধারণ করলেও তাঁর নাম প্রকাশ্যে আনা যাবে না, এমনটাই চুক্তি থাকবে বলে প্রস্তাব দেওয়া হয় তাঁদের। মাস্কের সন্তানের জন্মদাত্রী অ্যাশলেকে প্রাথমিকভাবে প্রতি মাসে ১ লক্ষ মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু মাস্কের পরিচয় প্রকাশ করার 'অপরাধে' সেই সাহায্যের পরিমাণ নেমে এসেছিল ২০ হাজার মার্কিন ডলারে।

কেন এভাবে সন্তানের জন্ম দিতে মরিয়া হয়ে উঠেছেন মাস্ক? তিনি মনে করেন, সন্তান জন্মের হার হু হু করে কমছে গোটা বিশ্বে। ফলে ধ্বংস হয়ে যাবে মানবসভ্যতা। তাই বুদ্ধিমান ব্যক্তিদের উচিত বেশি করে সন্তানের জন্ম দেওয়া যেন মানবজাতি সুরক্ষিত থাকে। রিপোর্টে আরও বলা হয়েছে, মাস্কের চার সন্তানের মা শিভন জিলিসকে সবসময়ে বাড়তি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করেছেন শিভন।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাস্কের সন্তানের জন্মদাত্রী অ্যাশলেকে প্রাথমিকভাবে প্রতি মাসে ১ লক্ষ মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু মাস্কের পরিচয় প্রকাশ করার 'অপরাধে' সেই সাহায্যের পরিমাণ নেমে এসেছিল ২০ হাজার মার্কিন ডলারে।
  • টিফানি ফং নামে আরও এক ইনফ্লুয়েন্সার দাবি করেন, মাস্কের সন্তানের জন্ম দেওয়ার প্রস্তাব এসেছিল তাঁর কাছেও।
  • মার্কিন সংবাদপত্রটির দাবি, জাপানের এক উচ্চপদস্থ মহিলাকেও নিজের বীর্য দান করেছেন টেসলা কর্তা। জাপান প্রশাসনের অনুরোধেই নাকি এমনটা হয়েছে।
Advertisement