সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের বিমানবন্দরে মিসাইল হামলার জের। আগামী ৮ মে পর্যন্ত তেল আভিভগামী সমস্ত উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া। এর আগে ৬ মে পর্যন্ত এই রুটের সমস্ত বিমান পরিষেবা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল সংস্থাটি। এবার সেই সময়সীমা বৃদ্ধি করে ৮ মে করা হয়েছে। মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।
বিমান সংস্থাটি তার এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘আগামী ৮ মে পর্যন্ত তেল আভিভগামী আমাদের সমস্ত উড়ান বাতিল করা হল। যে সমস্ত যাত্রীদের আগে থেকে টিকিট কাটা রয়েছে, তাঁদের রিশিডিউলিং চার্জের উপর এককালীন ছাড় দেওয়া হবে। যদি কোনও যাত্রী টিকিট বাতিল করেন, তাহলে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।’
রবিবার দিল্লি থেকে ইজরায়েলের দিকে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান এআই১৩৯ বোয়িং ৭৮৭ বিমানটি। ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের কথা ছিল বিমানটির। অবতরণের ঘণ্টাখানেক আগে খবর আসে ওই বিমানবন্দরের কাছে মিসাইল হামলা হয়েছে। এরপরই বিমানটিকে ঘুরিয়ে দেওয়া হয় আবু ধাবির দিকে। সেখান থেকে সেটি রওনা দেয় দিল্লির উদ্দেশে।
এদিকে ইজরায়েলে এই মিসাইল হামলার নেপথ্যে হাউথি বিদ্রোহীদের হাত রয়েছে বলে জানা গিয়েছে। হামলার জেরে আহত হয়েছেন ৬ জন। তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দরের সমস্ত উড়ান বন্ধ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। রিপোর্ট অনুযায়ী, মিসাইলটি বিমানবন্দরের টার্মিনাল ৩ পার্কিং এরিয়ার কাছে আছড়ে পড়ে। সেখানে বিরাট গর্ত তৈরি হয়। যদিও এই হামলায় টার্মিনাল ভবন বা রানওয়ের কোনও ক্ষতি হয়নি বলেই খবর।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার পর থেকে গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইজরায়েল। যুদ্ধের জেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে কয়েক হাজার প্যালেস্তিনীয়র। পালটা ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করে হাউথিদের তরফে জানানো হয়েছে, গাজায় ইজরায়েলের হামলার প্রতিবাদে এই হাইপারসনিক ব্যালেস্টিক মিসাইল নিক্ষেপ করেছে তারা।
