সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাছের আড়ালে দাঁড়িয়ে নির্বিচারে গুলি চালিয়ে যাচ্ছিলেন আততায়ী। ঠিক সময় পিছন দিক থেকে এসে আততায়ীকে জাপটে ধরে তাঁর বন্দুক কেড়ে নিয়েছিলেন তিনি। বেগতিক বুঝে পালিয়েও যান আততায়ী। ঠিক সেই সময়েই অন্য আততায়ীর গুলিতে তিনি জখম হন। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সৈকতে হত্যাকাণ্ডের মুহূর্তের ওই দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নায়কের তকমা পেয়েছেন ফলবিক্রেতা আহমেদ আল আহমেদ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এবার পুরস্কার হিসাবে তার হাতে তুলে দেওয়া হল প্রায় ১৫ কোটি টাকার চেক।
আহমেদের বীরত্বকে সম্মান জানাতে হাজার হাজার মানুষ একটি অনুদান সংস্থার ওয়েবসাইটে তাঁর নামে টাকা দেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ হাজার মানুষ আনুদান করেন বলে খবর। শুক্রবার সংস্থার দুই আধিকারিক হাসপাতালে গিয়ে আহমেদের হাতে ২.৫ মিলিয়ন অস্ট্রেলায়ান ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ হাজার ৯০০ কোটি টাকা)-এর একটি চেক তুলে দেন। বন্ডির সৈকতে বিভীষিকার মুহূর্তে আহমেদ যা করেছেন, তাঁর ভূয়ষী প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ।
উল্লেখ্য, গত রবিবার দুপুরে সিডনির অদূরে বিখ্যাত বন্ডি বিচে ‘হানুকা’ উৎসবে অন্তত ১০০০ জন শামিল হয়েছিলেন। উৎসব চলাকালীন দুই বন্দুকবাজ ঢুকে পড়ে সেখানে। এরপরই ভিড়ে ঠাসা ওই অঞ্চলে শুরু হয় গুলিবৃষ্টি। নিমেষে রক্তে লাল হয়ে যায় সোনালি বেলাভূমি। একে একে ১৬ জনের প্রাণহানি ঘটে। শিশু, মহিলা কাউকেই রেয়াত করা হয়নি। ইহুদিদের উৎসবে হামলা চালানো দুই জঙ্গি হল সাজিদ আক্রম (৫০) ও তার পুত্র নাভিদ আক্রম (২৪)। সম্পর্কে তারা পিতা-পুত্র।
