সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিভ্রাট বোয়িং-এর বিমানে। জরুরি অবতরণ করতে বাধ্য হল ডেনভার থেকে লস অ্যাঞ্জেলেসগামী বিমান। জানা গিয়েছে, মাঝ আকাশেই বিমানটি হঠাৎ নেমে আসে ১০ হাজার ফুট। চিড় ধরে যায় বিমানটির ককপিটের কাঁচে।
জানা গিয়েছে, ইউএ১০৯৩ বিমানটি আমেরিকার ডেনভার থেকে লস অ্যাঞ্জেলেস যাচ্ছিল। বিমানে যাত্রী এবং ক্রু মিলিয়ে মোট ১৪০ জন ছিলেন। ৩৬ হাজার ফিট উচ্চতায় ওড়ার সময় হঠাৎ বিমানের 'উইন্ডশিল্ডে' চিড় লক্ষ করা যায়। এরপরেই দ্রুত ১০ হাজার ফিট উচ্চতা কমে যায়। ২৬ হাজার ফিট উচ্চতায় নেমে আসে বিমানটি। এরপরে বিমানটি জরুরি অবতরণ করে লেক সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে।
জানা গিয়েছে, বিমানের সকল যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। তাঁদেরকে অপর একটি বোয়িং ৭৩৭ মাক্স৯ বিমানের টিকিট দেওয়া হয়। ছয় ঘণ্টা দেরিতে সকল যাত্রী লস অ্যাঞ্জেলেস পৌঁছান।
জানা গিয়েছে, ককপিটের কাঁচ ভেঙে গেঁথে গিয়েছে এক পাইলটের হাতে। সমাজ মাধ্যমে ভাইরাল ছবিতে চিড় ধরা কাঁচে পোড়া দাগ দেখা গিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা এটা সাধারণ চিড় ধরার ঘটনা নয়। বিমানচালকরা মনে করছেন মহাকাশ বর্জ্য অথবা ছোট উল্কাপিণ্ডের আঘাত থেকে এই ঘটনা ঘটতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বিমানের উইন্ডশিল্ডগুলি এমনভাবে তৈরি যাতে পাখির আঘাত এবং বড় চাপের পরিবর্তন সহ্য করতে পারে। কিন্তু উচ্চ গতির অন্য কোনও বস্তু সহজেই এই সহ্যের সীমা অতিক্রম করতে পারে।
