shono
Advertisement
Brazil Model

বারান্দায় ২ পুরুষসঙ্গীর সঙ্গে উদ্দাম যৌনতা মডেলের! চরম মুহূর্তে পা ফসকে নিচে, তারপর...

ওই তরুণী মডেল ব্রাজিলে অত্যন্ত জনপ্রিয়।
Published By: Sayani SenPosted: 06:21 PM Jan 26, 2025Updated: 06:21 PM Jan 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়ন্ত বিকেল। ২ পুরুষসঙ্গীর সঙ্গে ফ্ল্যাট লাগোয়া বারান্দায় ব্রাজিলের মডেল। তিনজনের শরীরে একটি সুতোও নেই। উদ্দাম যৌনতায় মত্ত তিনজনেই। আচমকাই অঘটন। পা ফসকে বারান্দা থেকে নিচে পড়ে গেলেন মডেল। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর।

Advertisement

@MyLordBebo নামে এক্স হ্যান্ডেল ব্যবহারকারী মৃত্যুর খবর প্রথমবার প্রকাশ্যে আনেন। তাঁর দাবি অনুযায়ী, onlyfans মডেল ব্রাজিলে অত্যন্ত পরিচিত। ওই মডেল মাত্র ২৩ বছর বয়সি। তাঁর ভিডিওর জন্য কার্যত উন্মুখ হয়ে থাকে যুবসমাজ। বিভিন্ন পুরুষকে তিনি বারবার ভিডিওর মাধ্যমে কামাতুর আমন্ত্রণ করতেন। তাতেই নাকি দাবানলের গতিতে জনপ্রিয়তা বাড়তে থাকে মডেলের।

সম্প্রতি ওই মডেল কামের চরম তাড়নায় দুই পুরুষসঙ্গীকে বাড়িতে ডাকেন। যৌন আবেদনে সাড়াও দেন দুই যুবক। মডেলের বাড়িতে আসার পর থেকেই যৌনতায় মাতেন তাঁরা। ঘরে বিছানায় প্রথমে একপ্রস্থ উদ্দাম যৌনতায় মাতেন ওই মডেল। পরে তাঁরা চলে যান বারান্দায়। সেখানে যৌনতায় মাতেন। চরম সময়ে আচমকা অঘটন। বারান্দা থেকে পা ফসকে পড়ে যান তরুণী। স্থানীয়রা তাঁকে দেখতে পান। দেহ উদ্ধার করা হয়। তরুণীর মৃত্যুর পর সোশাল মিডিয়ায় অনেকেই দুঃখপ্রকাশ করছেন। আবার কেউ কেউ বলছেন, মডেল যা চাইতেন, তা করতে গিয়েই মৃত্যু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বারান্দায় ২ পুরুষসঙ্গীর সঙ্গে উদ্দাম যৌনতা মডেলের!
  • চরম মুহূর্তে পা ফসকে সোজা নিচে পড়ে যান।
  • ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্রাজিলের ওই মডেলের।
Advertisement