shono
Advertisement

Breaking News

গোপন নজরদারি করেই ভারতের বিরুদ্ধে জঙ্গি খুনের অভিযোগ কানাডার! প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট

ভারতের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে, ফের তোপ ট্রুডোর।
Posted: 08:57 AM Sep 22, 2023Updated: 03:55 PM Sep 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোপন বৈঠকে খলিস্তানি জঙ্গি (Khalistani Terrorist) হরদীপ সিং নিজ্জরকে খুনের কথা অস্বীকার করেননি ভারতীয় আধিকারিকরা। বিস্ফোরক দাবি করল কানাডার (Canada) একটি সংবাদমাধ্যম। আরও জানা গিয়েছে, ভারতীয় গোয়েন্দাদের কথোপকথনে আড়ি পেতেই জঙ্গি খুনে ভারতের যোগ সম্পর্কে নিশ্চিত হয়েছে কানাডার গোয়েন্দা বিভাগ। শুধুমাত্র হরদীপের খুনের তদন্ত করতেই পরপর দুবার ভারতে এসেছিলেন কানাডার নিরাপত্তা উপদেষ্টাও। অন্যদিকে, সোমবারের পর বৃহস্পতিবারও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) সাফ দাবি করেছেন, জঙ্গি খুনে ভারতের ভূমিকা নিয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। 

Advertisement

ওই সংবাদমাধ্যমের রিপোর্টে জানা গিয়েছে, একটি পশ্চিমি দেশের কূটনীতিকদের সঙ্গে ভারতীয় (India) আধিকারিকদের কথোপকথনের উপর আড়ি পেতেছিল কানাডা। দুই দেশের মধ্যে পাঠানো সংকেতের উপরেও নজরদারি করা হয়। এমনকি কানাডায় নিযুক্ত আধিকারিকদের সঙ্গে ভারতে থাকা কূটনীতিকদের আলোচনার দিকেও নজর রেখেছিল কানাডার গোয়েন্দা বিভাগ। প্রায় একমাসেরও বেশি সময় ধরে চলছিল এই নজরদারি প্রক্রিয়া।এই কাজে কানাডাকে সাহায্য করেছিল আরও চারটি দেশ। তার মধ্যে রয়েছে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ও নিউজিল্যান্ড। 

[আরও পড়ুন: ‘দুয়ারে শিল্প’, দুবাইয়ে শিল্প সম্মেলনের আগে বাংলার জন্য নয়া পরিকল্পনা মুখ্যমন্ত্রীর]

তার পরেই আগস্ট মাসে ৪ দিনের জন্য ভারতে আসেন কানাডার নিরাপত্তা ও গোয়েন্দা উপদেষ্টা জোডি থমাস। সেপ্টেম্বর মাসে জি-২০ সম্মেলন চলাকালীনও তিনি ভারতে ছিলেন। কানাডার ওই সংবাদপত্রের দাবি, এই সফরগুলোতে বেশ কয়েকজন ভারতীয় আধিকারিকের সঙ্গে ব্যক্তিগতভাবে বৈঠক করেন জোডি। সেই সময় হরদীপের খুনের নেপথ্যে ভারতের ভূমিকা অস্বীকার করেননি ভারতের আধিকারিকরা, এমনটাই জানিয়েছে ওই সংবাদপত্র।

অন্যদিকে, ভারতকে তোপ দেগে নিজের অবস্থানে অনড় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বৃহস্পতিবার নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানেই বলেন, ভারতের বিরুদ্ধে যথেষ্ট বিশ্বাসযোগ্য কারণ রয়েছে বলেই প্রকাশ্যে আনা হয়েছে এই অভিযোগ। হালকাভাবে কিছুই করা হয়নি। যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় বলেই পার্লামেন্টে দাঁড়িয়ে এই অভিযোগ এনেছেন বলেই ট্রুডোর মত। যদিও খলিস্তানি জঙ্গি খুনে ভারতের ভূমিকা নিয়ে কোনও প্রমাণ পেশ করতে পারেনি কানাডার গোয়েন্দা দপ্তর। ট্রুডো আরও জানিয়েছেন, এই খুনের তদন্ত করতে ভারত সরকারের সহযোগিতা চায় কানাডা।

[আরও পড়ুন: মতপ্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে খলিস্তানিদের সমর্থন! ট্রুডোকে তোপ দলীয় সাংসদেরই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement