shono
Advertisement
Champions Trophy 2025

ডামাডোল চলছেই! চ্যাম্পিয়ন্স ট্রফির ডিউটিতে নারাজ, পাকমুলুকে বরখাস্ত শতাধিক পুলিশ

কেন ডিউটিতে নারাজ পুলিশকর্মীরা?
Published By: Arpan DasPosted: 09:20 AM Feb 26, 2025Updated: 02:46 PM Feb 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পাকিস্তানের দুর্দশা চলছেই। এর মধ্যে পাকিস্তানে আসা বিদেশিদের অপহরণের ছক কষছে আইএস জঙ্গিরা, এরকম বিস্ফোরক তথ্যও সামনে এসেছে। মাঠে যখন তখন ঢুকে পড়ছে সমর্থকরা। কিন্তু নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করলেও সমস্যা থেকেই যাচ্ছে। অনেক পুলিশকর্মীই চ্যাম্পিয়ন্স ট্রফির ডিউটিতে নারাজ। যে কারণে শতাধিক পুলিশকে বরখাস্ত করা হল পাকিস্তানে।

Advertisement

সে দেশের পাঞ্জাব পুলিশের এক কর্তা বলেছেন, "বিদেশি দলগুলিকে নিরাপত্তা দেওয়ার জন্য লাহোরের গদ্দাফি স্টেডিয়াম থেকে হোটেল পর্যন্ত যে পুলিশকর্মীদের দায়িত্ব দেওয়া হচ্ছিল, তাদের মধ্যে অনেকেই অনুপস্থিত ছিল। অনেকে আবার দায়িত্ব নিতে অস্বীকার করে।" সেই কারণেই শতাধিক পুলিশকে বরখাস্ত করা হয় বলে খবর। এই নিয়ে ওই কর্তা আরও বলেন, "এত বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে গাফিলতির কোনও জায়গাই নেই।" শোনা যাচ্ছে, নির্ধারিত সময়ের থেকে বেশি খাটানো হচ্ছে বলে ওই পুলিশকর্মীরা বিরক্ত।

সম্প্রতি সামনে এসেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন পাকমুলুকে নাশকতার ছকের বিপদ সম্পর্কে খবর। ৭টি ক্রিকেট দল ছাড়াও বহু ক্রিকেটপ্রেমী, বিদেশি আধিকারিক গিয়েছেন সেদেশে। পাক গোয়েন্দা দপ্তর সূত্রে খবর, ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স অর্থাৎ ISKP-র সদস্যরা পাকিস্তানে আসা বিদেশিদের অপহরণ করার কথা ভাবছে। সেই নিয়ে অবশ্য দর্শকদের নিশ্চিন্ত করছে পাকিস্তান সরকার।

সমস্যার এখানেই শেষ নয়। নিউজিল্যান্ড-বাংলাদেশ ম্যাচে এক দর্শক আচমকা রাওয়ালপিন্ডির মাঠে ঢুকে পড়েন। সেই দর্শককে গ্রেপ্তারও করা হয়। ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে, সেই জন্য নিরাপত্তা ব্যবস্থায় আরও কড়াকড়ি করতে চাইছে পিসিবি। কিন্তু তার মধ্যেই আচমকা অস্বস্তি পুলিশকর্মীদের 'বিদ্রোহে'র খবরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পাকিস্তানের দুর্দশা চলছেই।
  • এর মধ্যে পাকিস্তানে আসা বিদেশিদের অপহরণের ছক কষছে আইএস জঙ্গিরা, এরকম বিস্ফোরক তথ্যও সামনে এসেছে।
  • মাঠে যখন তখন ঢুকে পড়ছে সমর্থকরা। কিন্তু নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করলেও সমস্যা থেকেই যাচ্ছে।
Advertisement