সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এককালে জনসংখ্যা নিয়ন্ত্রণে কঠোর 'ওয়ান চাইল্ড নেশন' নীতি নিয়েছিল যে দেশ, সেই চিন এবার জনসংখ্যা বাড়াতে বিয়ের আইন শিথিল করল। শি জিনপিং সরকারের দাবি, নতুন নিয়মের ফলে আর্থিক ভাবে লাভবান হবে নতুন প্রজন্ম। উল্লেখ্য, এর আগেও নানা ধরনের আর্থিক অনুদান চালু করে বিয়ে ও সন্তান উৎপাদনে উৎসাহ দিয়েছে চিন।

এবার জনসংখ্যা বাড়াতে বিবাহ নথিভুক্ত করার পদ্ধিত সহজ করল চিন। এতদিন পর্যন্ত পাত্র ও পাত্রীর স্থায়ী ঠিকানাতেই কেবল বিয়ের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হত। অর্থাৎ, চাকরি সূত্রে পাত্র ও পাত্রী বেজিংয়ে থাকলেও তাদের স্থায়ী ঠিকানা যদি গ্রামে হয়, সেক্ষেত্রে বেজিংয়ে বিয়ে নথিভুক্ত করতে পারতেন না তাঁরা। গ্রামেই আইনি প্রক্রিয়া সারতে হত। নতুন নিয়মে অস্থায়ী ঠিকানাতেও বিয়ে নথিভুক্ত করা যাবে বলে জানানো হয়েছে। এর ফলে সময় এবং যাতায়তের খরচ দুটোই কমবে বলে মনে করা হচ্ছে।
গত এক দশেকে হুড়মুড় করে জনসংখ্যা কমছে চিনে। নেপথ্যে রয়েছে বিয়ের সংখ্যা কমা। সরকারি তথ্য বলছে, আগের বছরের তুলনায় ২০ শতাংশ বিয়ে কম হয়েছে ২০২৪-এ। শিশুজন্মের হারও তলানিতে। এই অবস্থায় নানা ভাবে বিয়ে ও সন্তান উৎপাদনে উৎসাহ দিচ্ছে জিনপিং সরকার।