shono
Advertisement
China

শুল্কযুদ্ধের ভারতকে পাশে পেতে মরিয়া চিন! ৮৫ হাজারেরও বেশি ভারতীয় 'বন্ধু'কে ভিসা

আগেই শুল্কযুদ্ধে ভারতকে পাশে চেয়ে হাতি-ড্রাগনের নাচ দেখানোর বার্তা দিয়েছিল চিন।
Published By: Biswadip DeyPosted: 10:38 AM Apr 16, 2025Updated: 11:20 AM Apr 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে অবস্থিত চিনা দূতাবাস থেকে সাড়ে ৮ হাজারেরও বেশি ভারতীয়কে ভিসা দেওয়া হয়েছে এবছরের ১ জানুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত। এই পরিস্থিতিতে চিনা রাষ্ট্রদূত জু ফেইহং আরও বেশি ভারতীয়য়কে 'খোলামেলা, নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ' পরিবেশে চিনে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

Advertisement

এক্স হ্যান্ডলে তাঁকে লিখতে দেখা গিয়েছে, '২০২৫ সালের ৯ এপ্রিল পর্যন্ত ভারতের চিনা দূতাবাসের তরফে ৮৫ হাজারেরও বেশি ভারতীয়র ভিসা মঞ্জুর করা হয়েছে। আরও ভারতীয় বন্ধুকে চিনে স্বাগত জানাচ্ছি খোলামেলা, নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে।'
২০২৩ সালে যেখানে সারা বছরে ১ লক্ষ ৮০ হাজার ভারতীয়কে ভিসা দেওয়া হয়েছিল, সেখানে এবার প্রথম চার মাসেই এত সংখ্যাক ভিসা! যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আসলে গত বছর থেকেই চিনা দূতাবাস ভিসার আবেদনের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া শুরু করেছে। যেমন ভিসার আবেদন জমা করার আগে অনলাইনের সাক্ষাৎ আর জরুরি নয়। সরাসরিই তা ভিসা কেন্দ্রে জমা করা যায়। এমনই নানা ছাড়। যা থেকে স্পষ্ট চিন কূটনৈতিক ভাবেই ভারতীয়দের সেদেশে আমন্ত্রণ জানাচ্ছে।

সম্প্রতি পরিবেশ আরও বদলেছে। শুল্কযুদ্ধে ভারতকে পাশে চেয়ে হাতি-ড্রাগনের নাচ দেখানোর বার্তা দিয়েছিল চিন। যদিও সেই নাচ মঞ্চস্থ করতে নয়াদিল্লির তরফে কোনও সাড়া মেলেনি। ভারতের চিনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দুই বৃহত্তর উন্নয়নশীল দেশের উচিত সমস্যা কাটিয়ে ওঠার জন্য একে অপরের পাশে দাঁড়ানো।’ কিন্তু চিনের বিশ্বাসযোগ্যতা বরাবরই প্রশ্নের মুখে ভারতের কাছে। চিন মুখে বলে এক, আর করে আর এক। অতীতেও সেই নজির বহুবার দেখা গিয়েছে। তাই এক্ষেত্রেও সাবধানে পা ফেলাটাই হয়তো সমীচিন বলে মনে করছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে ভিসা নিয়ে চিনা রাষ্ট্রদূতের এমন মন্তব্যকে গুরুত্ব দিয়েই দেখছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতে অবস্থিত চিনা দূতাবাস থেকে সাড়ে ৮ হাজারেরও বেশি ভারতীয়কে ভিসা দেওয়া হয়েছে এবছরের ১ জানুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত।
  • এই তথ্য জানিয়েছেন চিনা রাষ্ট্রদূত জু ফেইহং।
  • তিনি আরও বেশি ভারতীয়য়কে 'খোলামেলা, নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ' পরিবেশে চিনে আসার আমন্ত্রণ জানিয়েছেন।
Advertisement