সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মাসের মধ্যে দ্বিতীয়বার ভারতকে হুঁশিয়ারি দিল চিন। এবার ধর্মপ্রচারক দলাই লামার সফরকে ঘিরে উত্তেজনা ছড়াল ভারত-চিন দু’দেশের মধ্যে। আগামী ৪ থেকে ১৩ এপ্রিল অরুণাচল প্রদেশে যাওয়ার কথা তিব্বতী ধর্মগুরু দলাই লামার। কিন্তু তাঁর এই সফরকে ঘিরেই আপত্তি চিনের। তাঁদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানান হয়েছে, অরুণাচল প্রদেশে দলাই লামাকে আসার অনুমতি দিলে মস্ত বড় ভুল করছে ভারত। এতে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি হবে।
[মৌলবীবাজারের বড়হাটে জঙ্গি ডেরায় ঢুকে অপারেশন SWAT-এর]
শুক্রবার চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লু ক্যাং ভারতকে চরম হুঁশিয়ারি দিয়ে জানান, ‘ওই অঞ্চলে দলাই লামাকে আসার অনুমতি দেওয়ার যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে, চিন সবসময় সেটার বিরোধিতা করবে। আমরা ভারতকেও এব্যাপারে জানিয়েছি। অরুণাচল প্রদেশে দলাই লামার সফরের কারণে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে’। এর আগে গত ৩ মার্চও চিনের পক্ষ থেকে অরুণাচল প্রদেশে দলাই লামার সফর নিয়ে বিরোধিতা করা হয়েছিল। একইভাবে গত বছরও দলাই লামার সফরের আগে বিরোধিতা করেছিল বেজিং। বলা হয়েছিল, ‘এই ধরণের সফর ভারত-চিনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি করবে। দু’দেশের সম্পর্ক যাতে খারাপ না হয়, সেজন্য ভারতকে অনুরোধও করা হচ্ছে। তবে শেষপর্যন্ত ভারতকেই ঠিক করতে হবে তাঁরা কী চায়? চিন দলাই লামার এই সফরের সর্বতভাবে বিরোধিতা করছে। ভারতের উচিত নিজেদের রাজনৈতিক মতাদর্শে অবিচল থাকা। পাশাপাশি অন্যের প্রতিও সম্মান জানান উচিত। এমন কিছু না করাই ভাল যাতে দু’দেশের সম্পর্কের ক্ষতি হয়।’ শুধু দলাই লামা নয়, মার্কিন দূত রিচার্ড বর্মার অরুণাচল প্রদেশ সফরেরও বিরোধিতা করেছিল চিন। বিশেষজ্ঞদের মতে, যেহেতু ভারত উত্তর-পূর্ব সীমান্তবর্তী রাজ্যটির অনেকটা অংশ চিন এখনও নিজের বলে দাবি করে, তাই তাঁদের এইরকম অবস্থান।
[উত্তরপ্রদেশে ফের গণধর্ষণ, ধৃত ৩ নাবালক]
এদিকে, অরুণাচলে দলাই লামার সফর নিয়ে নয়। বিগত কয়েকমাসে চিন-পাকিস্তানের অর্থনৈতিক করিডর তৈরি নিয়েও নয়াদিল্লির সঙ্গে বেজিংয়ের ঠান্ডা লড়াই চলছে। ভারতের দাবি, পাক অধিকৃত কাশ্মীরের ওপর দিয়ে অর্থনৈতিক করিডর তৈরি করে চিন এদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করছে। সেখানে চিন বারবার বলে এসেছে, এটি একটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট। ভারত বিরোধিতা করলেও, আন্তর্জাতিক সমর্থনে দ্রুতই ওই মহাপ্রকল্প বাস্তবায়িত হবে। আর এই নিয়েও দ্বন্দ্ব জারি রয়েছে দু’দেশের মধ্যে।
[সল্টলেক থেকে রহস্যজনকভাবে অপহৃত ছাত্রী]
The post দলাই লামার অরুণাচল প্রদেশ সফর নিয়ে হুঁশিয়ারি চিনের appeared first on Sangbad Pratidin.