shono
Advertisement

Breaking News

Delhi Blast

দিল্লি বিস্ফোরণের দায় স্বীকার পাকিস্তানের! ‘ওরা দেহ গুনতে পারছে না’, বলছেন প্রাক্তন পাক মন্ত্রী

আর কী বললেন তিনি?
Published By: Subhodeep MullickPosted: 07:16 PM Nov 19, 2025Updated: 07:41 PM Nov 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিস্ফোরণের নেপথ্যে যে পাকিস্তানের হাত রয়েছে, তার আভাস আগেই মিলেছিল। এবার তাতেই শিলমোহর পড়ল। হামলার দায় স্বীকার করল প্রাক্তন পাক মন্ত্রী আনোয়ারুল হক।

Advertisement

সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। নয়াদিল্লিকে হুঁশিয়ারি দিয়ে সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “আমি আগেই বলেছিলাম, যদি আপনারা বালোচিস্তানে রক্ত ঝড়াতে থাকে। তাহলে আমরা লাল কেল্লা থেকে কাশ্মীর - সমস্ত জায়গায় হামলা চালাব। আল্লার কৃপায় আমরা এটা করেছি। ওরা এখন দেহ গুনতে পারছে না।” আনোয়ারুলের এই মন্তব্যের পরই স্পষ্ট হয়ে গিয়েছে, দিল্লি বিস্ফোরণের নেপথ্যে রয়েছে পাকিস্তান। প্রসঙ্গত, বালোচিস্তানে অস্থিরতার জন্য পাকিস্তান এর আগে একাধিকবার ভারতকে দায়ী করেছে। ইসলামাবাদের এই ভিত্তিহীন দাবি বারবার প্রত্যাখ্যান নয়াদিল্লি। কিন্তু তা-ও থামার লক্ষণ নেই পাকিস্তানের। 

উল্লেখ্য, দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দেশজুড়ে একাধিক জায়গায় তল্লাশি ও ধরপাকড় শুরু করেছে। তদন্তে নেমে শ্রীনগর-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। যারা বেশিরভাগই কাশ্মীরের। শুধু তাই নয়, বিস্ফোরণের দুই ষড়যন্ত্রীকেও গ্রেপ্তার করেছে এনআইএ। পাশাপাশি, তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ও। একে একে সামনে আসছে দেশে ছড়িয়ে থাকা জইশ-ই-মহম্মদের ‘হোয়াইট কলার টেরর’-এর ভয়াবহ তথ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লি বিস্ফোরণের নেপথ্যে যে পাকিস্তানের হাত রয়েছে, তার আভাস আগেই মিলেছিল।
  • এবার তাতেই শিলমোহর পড়ল।
  • হামলার দায় স্বীকার করল প্রাক্তন পাক মন্ত্রী আনোয়ারুল হক।
Advertisement