shono
Advertisement
Saudi Arabia

বন্দরে আগুন ঝরাল সৌদি, প্রবল যুদ্ধের আশঙ্কায় ইয়েমেনে জারি জরুরি অবস্থা

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা!
Published By: Subhodeep MullickPosted: 07:10 PM Dec 30, 2025Updated: 08:25 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা! ইয়েমেনের বন্দর শহর মুকাল্লাতে ভয়াবহ বিমান হামলা চালাল সৌদি আরব। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। এরপরই মঙ্গলবার হাউথিদের তরফে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সৌদির এই হামলার ফলে মধ্য প্রাচ্যের আকাশে নতুন করে যুদ্ধের মেঘ জমতে শুরু করল।

Advertisement

ইয়েমেনের জানিয়েছে, রাতের অন্ধকারে বন্দর শহর মুকাল্লাতে বড়সড় বিমান হামলা চালিয়েছে ইফক্রেন। পাশাপাশি, আক্রমণ করা হয়েছে বন্দরেও। দাউ দাউ করে জ্বলতে থাকে বেশ কয়েকটি জাহাজ। ইচ্ছাকৃতভাবে এই হামলা চালানো হয়েছে। সৌদির সঙ্গে যে সামরিক চুক্তি হয়েছিল, তা বাতিল করা হল।   

অন্যদিকে, সৌদির তরফে এই হামলার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। সেদেশের সৌদির সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, মুকাল্লা বন্দরে বেশকিছু জাহাজে প্রচুর অস্ত্রসস্ত্র মজুত ছিল। শীঘ্রই সৌদিতে হামলার পরিকল্পনা করেছিল হাউথিরা। সেই অস্ত্রভর্তি জাহাজগুলি ধ্বংস করার জন্যই এই বিমান হামলা চালানো হয়েছে। কোনও সাধারাণ নাগরিক লক্ষ্যবস্তু ছিল না।

প্রসঙ্গত, এর আগে একাধিকবার সংঘাতে জড়িয়েছে দুই দেশ। হামলা এবং পালটা হামলায় উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। সৌদির সাম্প্রতিক হামলার জেরে কি এবার শীঘ্রই প্রত্যাঘাত করবে হাউথিরা? বাঁধবে যুদ্ধ? এই প্রশ্নটাই এখন জোরাল হচ্ছে।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইয়েমেনের বন্দর শহর মুকাল্লাতে ভয়াবহ বিমান হামলা চালাল সৌদি আরব।
  • ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর না মেলেনি।
  • এরপরই মঙ্গলবার হাউথিদের তরফে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
Advertisement