সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক সেনার সদর দপ্তরে বিয়ে হল পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মেয়ের। এক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর বসেছিল বিয়ের অনুষ্ঠান। পাকিস্তানের প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী, সকলেই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
পাক সাংবাদি জাহিদ গিশকোরির দাবি, বিয়েতে আমন্ত্রিতের সংখ্যা ছিল ৪০০। কিন্তু গোটা অনুষ্ঠানেই বজায় রাখা হয়েছিল গোপনীয়তা। নিরাপত্তাজনিত কারণেই তা রাখা হয় বলে জানিয়েছেন জাহিদ। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, উপপ্রধানমন্ত্রী ইশাক দার, আইএসআই প্রধান এবং পাকিস্তানি সেনাবাহিনীর অন্যান্য সদস্য, যেমন অবসরপ্রাপ্ত জেনারেল ও প্রাক্তন প্রধানরা।
জানা গিয়েছে, মুনিরের চার কন্যার মধ্যে এবার বিয়ে হল তৃতীয় কন্যার। পাত্রের নাম আবদুল রহমান। তিনি মুনিরের ভাইপো। আবদুল নিজে পাক সেনার এক ক্যাপ্টেন ছিলেন। পরে অবসর নিয়ে সেনা আধিকারিকদের কোটায় সিভিল সার্ভিসে যোগ দেন। এই মুহূর্তে তিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনারের পদে রয়েছেন।
সম্প্রতি এক ভাষণে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিশ্বের সব মুসলিমকে একজোট হওয়ার বার্তা দেন মুনির। বলেন, “যদি আপনারা গোটা বিশ্বের দিকে তাকান দেখবেন সব মুসলিম রাষ্ট্রগুলি প্রবল সমস্যার মুখে। গত ২০ বছরে ৭ থেকে ৮টি সুন্দর মুসলিম রাষ্ট্র ধ্বংস হয়ে গিয়েছে। দুর্ভাগ্যের বিষয়, আজ মুসলিম বিশ্ব সেই লোকেদের প্রতারণা, কূটনৈতিক চাল ও ষড়যন্ত্রের শিকার হয়েছে যারা মুসলিমদের পতন চায়।” এরপর সুর চড়িয়ে সব মুসলিম রাষ্ট্রগুলির উদ্দেশে মুনিরের আবেদন, “আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই সব লোকেদের হৃদয়ে ত্রাস সৃষ্টি করতে হবে যারা আল্লার শত্রু। আমাদের শত্রু। তাঁদের সবাইকে আমরা না চিনলেও আল্লা চেনেন।” মুনিরের আরও দাবি, ''মুসলিম দেশগুলি বর্তমানে দুর্বল হয়ে পড়ছে কারণ অন্যান্য দেশ তাদের প্রযুক্তি চুরি করেছে।”
