shono
Advertisement
Melania Trump

ট্রাম্পের স্ত্রীকে নিয়ে তথ্যচিত্র, ব্রিটেনে বিকোল মাত্র তিনটি টিকিট!

তথ্যচিত্রটি তৈরিতে আমাজনের এমজিএম স্টুডিওর সঙ্গে ৪০ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে।
Published By: Biswadip DeyPosted: 08:25 PM Jan 29, 2026Updated: 08:42 PM Jan 29, 2026

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার জীবন নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র। বিশ্বব্যাপী সেই ছবি মুক্তি পাচ্ছে শুক্রবার। কিন্তু ব্রিটেনে অগ্রিম টিকিট বুকিংয়ের তথ্য জানলে বিস্মিত হতে হয়। সাকুল্যে মাত্র তিনটি! হ্যাঁ, শুনতে যতই অবিশ্বাস্য মনে হোক, পরিসংখ্যান এমনই।

Advertisement

এর মধ্যে ইসলিংটনে দুপুরের শোয়ে বিক্রি হয়েছে দু'টি টিকিট। ওই একই হলে সন্ধের শোয়ে বিক্রি হয়েছে একখানি মাত্র টিকিট! দেখা গিয়েছে, ওই একটি হল ছাড়া লন্ডন শহরের সমস্ত মাল্টিপ্লেক্সে অ্যাডভান্স টিকিট বিক্রি শূন্য!

ইসলিংটনে দুপুরের শোয়ে বিক্রি হয়েছে দু'টি টিকিট। ওই একই হলে সন্ধের শোয়ে বিক্রি হয়েছে একখানি মাত্র টিকিট! দেখা গিয়েছে, ওই একটি হল ছাড়া লন্ডন শহরের সমস্ত মাল্টিপ্লেক্সে অ্যাডভান্স টিকিট বিক্রি শূন্য!

জানা গিয়েছে, ছবিটিতে মুলত তুলে ধরা হয়েছে ফার্স্ট লেডির ভাবমূর্তি। সিনেমাতে মেলানিয়াকে শুধু ফ্যাশন এবং কূটনীতিক হিসেবে নয়, বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবেও কাজ করতে দেখা যাবে। ওই তথ্যচিত্র তৈরিতে আমাজনের এমজিএম স্টুডিওর সঙ্গে ৪০ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে।

গত ২২ জানুয়ারি স্ত্রী মেলানিয়ার সঙ্গে ২১তম বিবাহবার্ষিকী পালন করেছেন ট্রাম্প। সেই সময়ই শোনা গিয়েছিল, ‘মেলানিয়া’ নামের ছবিটির কথা। মার্কিন ফার্স্ট লেডির পরামর্শদাতা মার্ক বেকম্যান বলেন, এই সিনেমা মেলানিয়া ট্রাম্পের জীবনের ২০ দিনের একটি ডকুমেন্টারি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার আগের সময়ের উপর নির্মিত। সিনেমাতে মেলানিয়া ট্রাম্পের ব্যক্তিগত জীবন, ফ্যাশন, কূটনৈতিক গতিবিধি ও সিক্রেট সার্ভিসের নিরাপত্তা সম্পর্কিত দুর্লভ তথ্য তুলে ধরা হয়েছে।

সিনেমাটির ট্রেলারেও রয়েছে চমক। ট্রেলারে একটি বিশেষ দৃশ্য দেখানো হয়েছে। যেখানে যেখা যাবে, রাষ্ট্রপতির উদ্বোধনী ভাষণের অনুষ্ঠানে বিশেষ পোশাক পরিহিত মেলানিয়া নিরাপত্তারক্ষীদের পরামর্শ দিচ্ছেন। গত শনিবার হোয়াইট হাউসে ছবিটির একটি বিশেষ প্রদর্শনী হয়। ছবিটি আমেরিকায় দেড় হাজারেরও বেশি হলে মুক্তি পাচ্ছে শুক্রবার। প্রশ্ন উঠছে, মার্কিন মুলুকেও ওই তথ্যচিত্র প্রথম সপ্তাহ পর্যন্ত টিকে থাকতে পারবে কিনা।

সিনেমাটির ট্রেলারেও রয়েছে চমক। ট্রেলারে একটি বিশেষ দৃশ্য দেখানো হয়েছে। যেখানে যেখা যাবে, রাষ্ট্রপতির উদ্বোধনী ভাষণের অনুষ্ঠানে বিশেষ পোশাক পরিহিত মেলানিয়া নিরাপত্তারক্ষীদের পরামর্শ দিচ্ছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement