shono
Advertisement
H-1B Visa

ভারতীয়দের চাকরিতে ‘না’ আমেরিকার এই শহরে! ‘সংঘাত’ বাড়ল এইচ-১বি ভিসা নিয়ে

টেক্সাস আমেরিকার অত্যন্ত জনপ্রিয় একটি শহর। ভারতীয়-সহ বিদেশিরা কর্মসূত্রে এখানে আসেন। কিন্তু নয়া এই পদক্ষেপের ফলে তাঁরা জোর ধাক্কা খাবেন বলেই বিশ্বাস ওয়াকিবহল মহলের।
Published By: Subhodeep MullickPosted: 05:57 PM Jan 28, 2026Updated: 05:59 PM Jan 28, 2026

এবার ভারতীয়দের চাকরিতে কোপ পড়ল আমেরিকার এই শহরে। এইচ-১বি ভিসাধারী কোনও বিদেশিকে চাকরিতে নিয়োগ করা হবে না। মঙ্গলবার এই মর্মে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট সমস্ত সরকারি সংস্থা এবং বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দিয়েছেন।   

Advertisement

টেক্সাস আমেরিকার অত্যন্ত জনপ্রিয় একটি শহর। ভারতীয়-সহ বিদেশিরা কর্মসূত্রে এখানে আসেন। কিন্তু নয়া এই পদক্ষেপের ফলে তাঁরা জোর ধাক্কা খাবেন বলেই বিশ্বাস ওয়াকিবহল মহলের। আগামী এক বছর এই নিয়ম কার্যকর থাকবে বলে জানা গিয়েছে। টেক্সাসের গভর্নর ওই নির্দেশিকায় জানিয়েছেন, এইচ-১বি ভিসার আওতায় কাজের জন্য যাঁরা আবেদন করবেন, তাদের আবেদন আগামী ৩১ মে ২০২৭ পর্যন্ত স্থগিত থাকবে। কিন্তু কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হল, তার ব্যাখ্যা নিজেই দিয়েছেন অ্যাবট। তিনি জানিয়েছেন, আমেরিকার নাগরিকদের চাকরি সুরক্ষিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে। 

এখানে বলে রাখা ভালো, সম্প্রতি এইচ-১বি ভিসার সাক্ষাৎকারের মেয়াদ পিছিয়ে দিয়েছে ট্রাম্প সরকার। যার জেরে আমেরিকা থেকে ছুটিতে ভারতে আসা চাকরিজীবীরা ফিরতে পারছেন না আমেরিকায়। এইচ-১বি ভিসার ইন্টারভিউ পিছিয়ে করা হয়েছে ২০২৭ সালের মাঝামাঝি ও শেষের দিকে। এই ঘটনায় চাকরি হারানোর আশঙ্কায় ভারতে ফেরা প্রবাসীরা।

উল্লেখ্য, আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরই 'মেক আমেরিকা গ্রেট এগেইন' নীতি নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই পথে প্রথমে অবৈধবাসীদের দেশছাড়া করার পাশাপাশি এইচ-১বি ভিসাধারী প্রবাসীদের নানা অছিলায় ভিসা আত্মসমর্পণ করতে বাধ্য করা হচ্ছে। পরিবর্তে বিপুল অর্থের বিনিময়ে আমেরিকায় থাকার জন্য গোল্ড ভিসা বিক্রি করতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement