সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লি একাধিকবার তাঁর দাবি খারিজ করেছে। কিন্তু তা-ও থামার লক্ষণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার ওভাল অফিসে সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সামনে ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করলেন তিনি। শুধু তাই নয়, ভারত-পাক-সহ বিশ্বের মোট ৮টি যুদ্ধ থামানোর দাবিও করছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, "আমি আটটি যুদ্ধ থামিয়েছি। আরও একটি যুদ্ধ থামাব। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যুদ্ধটি এতদিন চলবে এটা আমার ধারণার বাইরে ছিল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমার একটু একটু অবাক লাগছে। কিন্তু আমরা ভারত ও পাকিস্তানর সংঘর্ষ থামিয়েছি।" তিনি আরও বলেন, "আমি খুবই গর্বিত। এই ওভাল অফিসেই সবকিছু ঘটেছে। কখনও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ফোনে কথা হয়েছে। আবার কেউ কেউ স্বশরীরে এখানে এসেছেন এবং শান্তিচুক্তি স্বাক্ষর হয়েছে।"
প্রসঙ্গত, ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের এই দাবি প্রথম নয়। সংঘর্ষবিরতির দিন থেকেই এই বিষয়ে কৃতিত্ব দাবি করে আসছেন তিনি। যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, এমনকী খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই বলেন। তৃতীয়পক্ষ মধ্যস্থতা করেননি বলেও জানান। এমনকী ফোনেও ট্রাম্পকে সেকথা সরাসরি স্পষ্ট করে দেন মোদি। কিন্তু তা-ও থামার লক্ষণ নেই মার্কিন প্রেসিডেন্টের। সম্প্রতি রাষ্ট্রসংঘের সভায় যোগ দিয়েও একই দাবি করেন তিনি। শুধু তাই নয়, ইজরায়েলের সংসদে দাঁড়িয়েও একই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
