shono
Advertisement

চিরশত্রু কিমের সঙ্গে বৈঠকে রাজি ট্রাম্প! পরমাণু নিরস্ত্রীকরণে ‘হ্যাঁ’ কোরিয়ার

ভূতের মুখে তবে কি রাম নাম? The post চিরশত্রু কিমের সঙ্গে বৈঠকে রাজি ট্রাম্প! পরমাণু নিরস্ত্রীকরণে ‘হ্যাঁ’ কোরিয়ার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:36 AM Mar 09, 2018Updated: 02:10 PM Sep 13, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতিতে অসম্ভব, চিরশত্রু বলে কিছু হয় না। দীর্ঘ সময় অহিনকূল সম্পর্ক থাকলেও আচমকাই মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার  সমীকরণ বদলে গেল। কিম জং উনের সঙ্গে বৈঠকে রাজি হলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী মে মাসে দুই রাষ্ট্রপ্রধান মুখোমুখি হবেন। মহাবৈঠকের স্থান হতে পারে হোয়াইট হাউস।

Advertisement

[১৩২ বছরের ট্র্যাডিশন ভেঙে বাজারে ‘মদ’ আনছে Coca-Cola!]

ভূতের মুখে রাম নাম মনে হতে পারে। কিন্তু দুনিয়াকে চমকে দিয়ে কিম জং নাকি জানিয়েছেন তিনি মে মাস পর্যন্ত কোনরকম পরমাণু পরীক্ষা বা মিসাইল ছোড়ার পথে হাঁটবেন না। এই নিয়ে দক্ষিণ কোরিয়ার আধিকারিকরা প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে কিমের একটি আমন্ত্রণপত্র তুলে দেন। সেখানে জানানো হয়, ট্রাম্পের সঙ্গে দ্রুত কথা বলার জন্য মুখিয়ে রয়েছেন কিম। দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা জানান বৈঠকের আগে পর্যন্ত উত্তর কোরিয়া তাদের সমস্ত রকম পারমাণবিক কর্মসূচি মুলতুবি রাখার প্রতিশ্রুতি দিয়েছে। এমনকী বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়েও আলোচনা হতে পারে। আমেরিকার কাছাকাছি আসার ঘোষণার সময় কিম আরও জানিয়েছেন তার বাহিনী আগামী মাসে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ মহড়ায় যোগ দেবে। তবে বৈঠকের দিন এখনও ঠিক হয়নি।

[ত্রিপুরায় বিজেপির চমক, বাংলা-সহ একাধিক ভাষায় হবে শপথ অনুষ্ঠান]

হোয়াইট হাউসে বসার পর থেকে নিয়ম করে ট্রাম্প উত্তর কোরিয়াকে হুঙ্কার দিতেন। মিসাইল ছুড়েও জবাব দিতেন কিম। আমেরিকা তখন যুদ্ধ জাহাজ দক্ষিণ চিন সাগরের দিকে নিয়ে যেত। তাদের হাবভাবে মনে হত এই বুঝি যুদ্ধ লেগে গেল। কিমকে ‘রকেট ম্যান’ বলে বিদ্রুপ করেছিলেন ট্রাম্প। কার পরমাণু অস্ত্রের বোতামের শক্তি কত বড় তা নিয়ে চলেছে বাগযুদ্ধ। তারপর নানা কারণে ধীরে ধীরে ছবিটা বদলাতে থাকে। ক্ষমতায় বসার একবছর পূর্তির দিন ট্রাম্প জানিয়েছিলেন কিমের সঙ্গে তিনি টেলিফোনে কথা বলতে চান। এরপর গত সোমবার ট্রাম্পের সঙ্গে বসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন কিম। বিশেষজ্ঞরা বলছেন, বরফ গলার ক্ষেত্রে সলতে পাকানোর কাজ করেছিল শীতকালীন অলিম্পিক। মেগা ইভেন্ট খুব ভালভাবে সামলেছিল উত্তর কোরিয়া। তাদের এই মনোভাব আস্তে আস্তে ছবিটা বদলে দেয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের ব্যাখ্যা যুদ্ধ যুদ্ধ ভাব দেখালেও ভিতরে ভিতরে কাছাকাছি আসার চেষ্টা করছিল দুই দেশ। অবশেষে দুই মেরু এক হতে চলেছে।

[পাঠিয়ে দিয়েছেন বইপত্র, পার্টি অফিসই এখন ঠিকানা মানিক সরকারের]

The post চিরশত্রু কিমের সঙ্গে বৈঠকে রাজি ট্রাম্প! পরমাণু নিরস্ত্রীকরণে ‘হ্যাঁ’ কোরিয়ার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার