shono
Advertisement
Donald Trump

আমেরিকায় মূল্যবৃদ্ধি! তিন জিনিসে শুল্কবৃদ্ধির নির্দেশ স্থগিত ট্রাম্পের, কী কারণ দেখালেন?

এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হল শুল্কবৃদ্ধির নির্দেশ।
Published By: Saurav NandiPosted: 06:18 PM Jan 01, 2026Updated: 06:18 PM Jan 01, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিরিক্ত শুল্ক চেপে যাওয়ায় রপ্তানিকৃত নানা জিনিসেরই দাম বেড়েছে আমেরিকার বাজারে। তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভেরও জন্ম হয়েছে। এই পরিস্থিতিতে তিন ধরনের সামগ্রীর উপর এখনই শুল্কবৃদ্ধির সিদ্ধান্ত নিল না ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হল শুল্কবৃদ্ধির নির্দেশ। যদিও এই সিদ্ধান্তের কারণ হিসাবে অন্য যুক্তি দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

কাঠের আসবাব, গৃহসজ্জা এবং রান্নাঘরের সামগ্রীতে শুল্কবৃদ্ধির নির্দেশ এক বছরের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। এর ফলে বিভিন্ন দেশ থেকে আমেরিকায় রপ্তানি হওয়া এই তিন ধরনের পণ্যের জন্য আপাতত কোনও অতিরিক্ত শুল্ক চাপবে না। সে ক্ষেত্রে ওই জিনিসগুলির দাম আমেরিকার বাজারে তুলনায় কমই থাকবে।

গত সেপ্টেম্বরে ট্রাম্প জানিয়েছিলেন, গৃহসজ্জার জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট কয়েকটি কাঠের সামগ্রীর ক্ষেত্রে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হবে। রান্নাঘরের সামগ্রীর ক্ষেত্রেও একই পরিমাণ বাড়বে আমদানি শুল্ক। ১ জানুয়ারি থেকেই কার্যকর হওয়ার কথা ছিল তা। কিন্তু বুধবার একটি নির্দেশনামায় স্বাক্ষর করে এই সিদ্ধান্ত ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত স্থগিত করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

কারণ হিসাবে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, বিভিন্ন দেশের সঙ্গে বিষয়নি নিয়ে ‘গঠনমূলক আলোচনা’ চলছে। তা ছাড়া দেশের নিরাপত্তা সংক্রান্ত কারণে এখনই কাঠ আমদানির উপর কোনও বিধিনিষেধ চাপাতে চায় না হোয়াইট হাউস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অতিরিক্ত শুল্ক চেপে যাওয়ায় রপ্তানিকৃত নানা জিনিসেরই দাম বেড়েছে আমেরিকার বাজারে।
  • তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভেরও জন্ম হয়েছে।
  • এই পরিস্থিতিতে তিন ধরনের সামগ্রীর উপর এখনই শুল্কবৃদ্ধির সিদ্ধান্ত নিল না ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
Advertisement