shono
Advertisement
West Bengal Government

নতুন বছরে রাজ্য সরকারি কর্মীদের উপহার! আন্দামান বেড়াতে গেলে বিমান ভাড়া দেবে সরকার

‘লিভ ট্রাভেল কনশেসন’ বা ‘এলটিসি’ হিসাবে এই  বিমান ভাড়া মেটাবে রাজ্য সরকার।
Published By: Subhankar PatraPosted: 09:28 PM Jan 01, 2026Updated: 09:50 PM Jan 01, 2026

মলয় কুণ্ডু: এবার আর জাহাজে নয়, একেবারে বিমানে চেপেই  সরাসরি আন্দামান বেড়াতে যেতে পারবেন রাজ্যর সরকারি কর্মীরা। তাঁদের প্রাপ‌্য ‘লিভ ট্রাভেল কনশেসন’ বা ‘এলটিসি’ হিসাবে এই  বিমান ভাড়া মেটাবে রাজ‌্য সরকার।

Advertisement

রাজ্য সরকারি কর্মীরা ‘শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া’ পরিচালিত জাহাজে দশ বছরে একবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ছুটির জন‌্য ভ্রমণ ছাড়ের সুবিধা পেয়ে থাকেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনিয়মিত শিপিং পরিষেবার কারণে শ্রী বিজয় পুরমে (পূর্বতন পোর্ট ব্লেয়ার) জাহাজ বা ভেসেলে যাতায়াত করা অসুবিধাজনক এবং অসম্ভব হয়ে পড়েছে। বেশিরভাগই বিমান পরিষেবা বেছে নিচ্ছেন। এছাড়াও ভাড়া জাহাজ হিসাবে পরিবর্তিত হয়। ফলে কী ভাড়া নির্ধারণ করা হবে, তা নিয়ে অস্পষ্টতা এবং প্রশাসনিক অসুবিধা দেখা দেয়।

সেই অসুবিধা দূর করতেই আসরে নামে রাজ্য সরকার। অর্থ  দপ্তর সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখে সংশোধন করা হচ্ছে। এখন থেকে রাজ্য সরকারি কর্মীরা শর্ত সাপেক্ষে ইকোনমি ক্লাসে বিমান ভ্রমণের অনুমতি পাবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বার আর জাহাজে নয়, একেবারে বিমানে চেপেই  সরাসরি আন্দামান বেড়াতে যেতে পারবেন রাজ্যর সরকারি কর্মীরা।
  • তাঁদের প্রাপ্য ‘লিভ ট্রাভেল কনশেসন’ বা ‘এলটিসি’ হিসাবে এই  বিমান ভাড়া মেটাবে রাজ্য সরকার।
Advertisement