সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছু ক্ষণের মধ্যেই বিমান ছাড়বে। পাইলটও ককপিটে যাওয়ারই তোড়জোড় করছিলেন। কিন্তু এই সময়ে তাঁর গা থেকে মদের গন্ধ বেরোচ্ছে কেন? নাকে গন্ধ আসতেই সন্দেহ হয়েছিল বিমানবন্দরের কর্মীর। তড়িঘড়ি কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি। খবর পাওয়া মাত্র দেরি করেননি কর্তৃপক্ষও। সঙ্গে সঙ্গেই ওই পাইলটকে আটকে 'ব্রেথ অ্যানালাইজার' দিয়ে পরীক্ষা করা হয়। তাতেই দেখা গেল, সত্যি সত্যিই মদ খেয়ে বিমান চালাতে যাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার ওই পাইলট!
গত ২৩ ডিসেম্বর কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। আটক করা হয়েছে ওই মত্ত পাইলটকে। তাঁর যে বিমানটি ওড়ানোর কথা ছিল সে দিন, সেটির গন্তব্য ছিল নয়াদিল্লি। এই ঘটনার জেরে স্বাভাবিক ভাবেই বিমান ছাড়তে দেরি হয়। বিষয়টি নিয়ে পরে বিবৃতিও জারি করে কানাডার বিমানবন্দর কর্তৃপক্ষ। বলা হয়, বিমান চালানোর মতো সুস্থ ছিলেন না ওই পাইলট। এই ঘটনায় দুঃখপ্রকাশ করে বিবৃতি দিয়েছে এয়ার ইন্ডিয়াও। তারা বলেছে, "বিমান ছাড়ার কিছু আগে ককপিটের এক সদস্যকে সরানো হয়। সে কারণে গত ২৩ ডিসেম্বর ভ্যাঙ্কুভার থেকে ফ্লাইট এআই১৮৬ দিল্লির উদ্দেশে ছাড়তে দেরি হয়েছে। পাইলটের সুস্থতা নিয়ে সংশয় ছিল বলেই সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাঁকে। পরে অন্য পাইলট বিমানটি উড়িয়ে নিয়ে আসেন দিল্লিতে।"
বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিমানবন্দরের ভিতরে একটি মদের দোকানে দেখা গিয়েছিল অভিযুক্ত পাইলটকে। বিমানবন্দরের এক কর্মী তাঁকে মদ কিনতে দেখেছিলেন। সেই সময় পাইলটের শরীর থেকে মদের গন্ধও পেয়েছিলেন ওই কর্মী। তার পরেই তিনি কর্তৃপক্ষকে খবর দেন। এই ঘটনায় যাত্রীভোগান্তির জন্য ক্ষমাও চেয়েছে এয়ার ইন্ডিয়া। পাশাপাশি তারা জানিয়েছে, তদন্তে যদি নিয়ম লঙ্ঘনের অভিযোগ সত্য প্রমাণিত হয়, তা হলে কড়া পদক্ষেপ করা হবে।
