সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেড অফিসের বড়বাবু বলেছিলেন, 'এ গোঁফ যদি আমার বলিস করব তোদের জবাই'... সুকুমার রায়ের সেই বিখ্যাত ছড়াকেই যেন মনে করিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খেপে গেলেন 'টাইম' পত্রিকার উপরে। উগরে দিলেন ক্ষোভ। জানালেন এবারের সংখ্যার প্রচ্ছদে তাঁর যে ছবি ছাপানো হয়েছে তা একেবারে জঘন্য! 'সর্বকালের সবচেয়ে খারাপ ছবি।' তবে বড়বাবুর মতো গোঁফ নয়, ট্রাম্প নিজের চুলটা দেখেই খেপে গেলেন।
কিন্তু ঠিক কী কারণে ছবিটি নিয়ে এমন বিরক্ত হলেন তিনি? নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালে তিনি সবটাই লিখেছেন। তাঁকে দাবি করতে দেখা গিয়েছে, 'টাইম ম্যাগাজিন আমাকে নিয়ে একটা অপেক্ষাকৃত ভালো স্টোরি করেছে। কিন্তু যে ছবি দিয়েছে সেটা সম্ভবত সর্বকালের সবচেয়ে খারাপ ছবি। ওরা আমার চুলটাই গায়েব করে দিয়েছে। এবং আমার মাথার উপরে যেন একটা ভাসমান মুকুট দেখা যাচ্ছে, সেটাও একেবারে ছোট্ট। সত্যিই বিদঘুটে! নিচের অ্যাঙ্গল থেকে ছবি আমি কোনওকালেই পছন্দ করি না। কিন্তু এটা অত্যন্ত খারাপ ছবি, এবং সেটা বাতিল করাই উচিত ছিল। কী করছেন আপনারা এসব? কেনই বা করছেন?'
উল্লেখ্য, বিখ্যাত পত্রিকাটির এবারের প্রচ্ছদকাহিনিই ট্রাম্পকে নিয়ে। সম্প্রতি তিনি মধ্যস্থতা করেছেন হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে। চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে প্রথমবার পণবন্দিদের মুক্তি দিয়েছে হামাস। ২০ জন ইজরায়েলি পণবন্দি ছিল হামাসের ডেরায়। সকলকেই মুক্তি দিয়েছে প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী। দুই ধাপে বন্দিদের মুক্তি দিয়েছে তারা। প্রথমে ৭ জন এবং পরে ১৩ জনকে মুক্ত করা হয়েছে। সকলেই ২ বছর পর হামাসের ডেরা থেকে ইজরায়েলে ফিরলেন। পরিবর্তে ১৯০০ প্যালেস্তিনীয়কে জেল থেকে মুক্তি দিচ্ছে ইজরায়েল। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ‘যুদ্ধ শেষ’! সেই বিষয়টি নিয়েই প্রচ্ছদকাহিনি। ট্রাম্প জানিয়েছেন, সেই স্টোরি নিয়ে তাঁর আপত্তি নেই। যত ক্ষোভ তা ছবিটা নিয়ে।
অবশ্য 'টাইম'-এর উপর এই প্রথম খেপলেন ট্রাম্প, তা নয়। এর আগে গত ফেব্রুয়ারিতে এলন মাস্ককে নিয়ে প্রচ্ছদকাহিনি করা হয়েছিল সেটাও একেবারেই নাপসন্দ ছিল মার্কিন প্রেসিডেন্টের। রীতিমতো মার্কিন প্রশাসনের চুড়োয় চলে গিয়েছেন মাস্ক, এমনটাই দাবি ছিল। যা দেখে ট্রাম্পের খোঁচা দেওয়া বক্তব্য ছিল, ''টাইম ম্যাগাজিন কি আর ব্যবসা করতে পারে? আমার তো জানা নেই।'' এবার ফের তাদের উপরে রেগে গেলেন তিনি।
