সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগেই শান্তিচুক্তি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্কবার্তা দিয়েছিলেন তিনি। এবার ইউক্রেন যুদ্ধ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, “শীঘ্রই ইতিবাচক কিছু ঘটতে পারে।”
সোমবার নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, ‘রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় কি সত্যিই বড় কোনও অগ্রগতি সম্ভব? যতক্ষণ না কিছু হচ্ছে, ততক্ষণ বিশ্বাস করবেন না। তবে আমি বলতে পারি শীঘ্রই ইতিবাচক কিছু ঘটনা ঘটতে পারে।’ দিন কয়েক আগে জেলেনস্কিকে সতর্ক করার পাশাপাশি যুদ্ধ থামানোর সময়সীমাও বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যদি জেলেনস্কি শান্তিচুক্তিতে রাজি না হন, তাহলে তিনি তাঁর মতো লড়াই চালিয়ে যেতে পারেন। কিন্তু আমি এই যুদ্ধ থামিয়েই ছাড়ব। আগামী ২৭ নভেম্বরের মধ্যে ইউক্রেনকে রাজি হতেই হবে।” তিনি আরও বলেন, “শান্তিচুক্তিই আমাদের চূড়ান্ত পদক্ষেপ নয়। যদি তা কর্যকর করতে কোনও জটিলতা তৈরি হয়, তাহলে অন্যপথও আমাদের কাছে রয়েছে। আমরা শান্তি স্থাপন করবই।”
উল্লেখ্য, তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে চেষ্টা করলেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি। দু’দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করেন তিনি। কিন্তু তা-ও কোনও রফাসূত্র মেলেনি। এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরির বুদাপেস্টে ফের একপ্রস্থ বৈঠকে বসার কথা ছিল ট্রাম্পের। কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, তিনি সময় নষ্ট করতে চান না।
