সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ পদে অনেক ভারতীয়ই স্থান পেয়েছেন। এবার এফবিআইয়ের ডিরেক্টরের বেছে নেওয়া হল ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে। বরাবরই ট্রাম্প-ঘনিষ্ঠ বলে পরিচিত বাগ্মী আইনজীবী কাশের পুরো নাম কাশ্যপ প্রমোদ প্যাটেল।
কে এই কাশ? বাবা উগান্ডার ও মা তানজানিয়ার হলেও তাঁর জন্ম মার্কিন মুলুকেই। তাঁদের পরিবারের সঙ্গে গুজরাটের যোগসূত্র রয়েছে। কাশের পড়াশোনা নিউইয়র্কে হলেও ফ্লোরিডায় শুরু কর্মজীবন। প্রথমে স্টেট পাবলিক ডিফেন্ডার এবং পরে ফেডেরাল পাবলিক ডিফেন্ডার হিসেবেও কাজ করেছেন।
মার্কিন প্রশাসনিক মহলে দীর্ঘদিন ধরেই পরিচিত তিনি। মার্কিন জঙ্গিবিরোধী কমিটির উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। হোয়াইট হাউসেও তিনি কাজ করেছেন। এনএসসির সিনিয়র ডিরেক্টর পদে ছিলেন তিনি। বরাবরই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। এবার ট্রাম্প ক্ষমতায় প্রত্যাবর্তনের পরই তাঁকে বেছে নিলেন এফবিআই ডিরেক্টর হিসেবে।
প্রসঙ্গত, কাশের মনোনয়নের সঙ্গে সঙ্গেই পরিষ্কার হয়ে যায় ক্রিস্টোফার রে-র নিষ্ক্রমণ। ২০১৭ সালে ক্রিস্টোফারকে দায়িত্ব দিয়েছিলেন ট্রাম্প। মনে করা হচ্ছে, ক্রিস্টোফারের উপরে অসন্তুষ্ট ছিলেন ট্রাম্প। আর তাই এবার তাঁকে সরিয়ে বেছে নিলেন কাশকে। নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্পকে লিখতে দেখা গিয়েছে, 'আমি এই ঘোষণা করতে পেরে গর্বিত যে এফবিআইয়ের পরবর্তী ডিরেক্টর হিসেবে কাজ করবেন।' কাশের ভূয়সী প্রশংসা করে ট্রাম্প আরও লেখেন, 'কাশ একজন দুর্দান্ত আইনজীবী, তদন্তকারী এবং 'আমেরিকা ফার্স্ট' লড়াকু যিনি নিজের গোটা কেরিয়ার জুড়ে অনেক দুর্নীতি ফাঁস করেছেন এবং ন্যায়ের জন্য লড়ে মার্কিন নাগরিকদের রক্ষা করেছেন।'