shono
Advertisement
Donald Trump

‘শুল্কের ভয় দেখিয়েই ৮টি যুদ্ধ থামিয়েছি’, ফের হুংকার ট্রাম্পের

আর কী বললেন তিনি?
Published By: Subhodeep MullickPosted: 04:33 PM Dec 19, 2025Updated: 05:49 PM Dec 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ১০ মাসে ৮টি যুদ্ধ থামিয়েছি। আর তা শুল্কের ভয় দেখিয়েই সম্ভব হয়েছে। বুধবার ফের হুংকার দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, অনুপ্রবেশের বিষয়টি নিয়েও এদিন মুখ খুলেছেন তিনি। জানান, ভিসানীতি কঠোর করায় একজন বিদেশিও অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেননি।

Advertisement

বুধবার হোয়াইট হাউসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন ট্রাম্প। সেই সময় তিনি বলেন, “আমি আমেরিকার শক্তি পুনরুদ্ধার করেছি। গত ১০ মাসে শুল্কের ভয় দেখিয়ে আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছি। ইরানের পরমাণু হুমকি নস্যাৎ করেছি। গাজায় ভয়াবহ যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছি। ৩ হাজার বছর ধরে আশান্তি চলার পর মধ্যপ্রাচ্যে আমি শান্তি প্রতিষ্ঠা করেছি।” একইসঙ্গে দেশের উৎপাদন বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তার পুনরুজ্জীবনের কৃতিত্ব শুল্ককেই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, “ইতিমধ্যেই আমি আমেরিকায় ১৮ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করেছি। যার অর্থ চাকরি, মজুরি বৃদ্ধি, প্রবৃদ্ধি এবং আরও অনেক কারখানা নির্মাণ। এই সাফল্যের বেশিরভাগই শুল্কের মাধ্যমে অর্জিত হয়েছে। তিনি আরও বলেন, “আমার প্রিয় শব্দ শুল্ক, যা বহু দশক ধরে অন্যান্য দেশ আমাদের বিরুদ্ধে সফলভাবে ব্যবহার করে আসছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত ১০ মাসে ৮টি যুদ্ধ থামিয়েছি।
  • আর তা শুল্কের ভয় দেখিয়েই সম্ভব হয়েছে।
  • বুধবার ফের হুংকার দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
Advertisement