shono
Advertisement
Donald Trump

২ সপ্তাহ বলে ২ দিনেই হামলা ইরানে! কোন অঙ্কে হঠাৎ মতবদল ট্রাম্পের?

রবিবার ভোরে ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা।
Published By: Biswadip DeyPosted: 06:08 PM Jun 22, 2025Updated: 06:19 PM Jun 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বৃহস্পতিবারই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, দু’সপ্তাহের মধ্যে ইরানে হামলা চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে আমেরিকা। কিন্তু দু'দিন যেতে না যেতেই রবিবার তেহরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে ওয়াশিংটন। প্রশ্ন উঠছে, কেন? কোন অঙ্কে আচমকাই দিন দুয়েকের মধ্যেই হামলা করলেন ট্রাম্প?

Advertisement

শোনা যাচ্ছে, সম্ভাব্য হামলার খবর ছিল ইরানের কাছে। প্রকাশ্যে এসেছে ইরানের ফোরডোর পরমাণুকেন্দ্রের কিছু উপগ্রহচিত্র। সেখানে দেখা গিয়েছে, হামলার আগেই সারি সারি ট্রাক ইরানের ওই পরমাণুকেন্দ্রে দাঁড়িয়ে আছে। বিশেষজ্ঞদের ধারণা, আমেরিকা হামলা চালাবে এই আশঙ্কাতেই পরমাণু প্রকল্পের জরুরি সরঞ্জাম অন্যত্র সরাচ্ছিল ইরান। আরেকটি মত হল, ইরান যাতে পরমাণু প্রকল্পের জরুরি সরঞ্জাম গোপন ঘাঁটিতে সরাতে না পারে, সে কথা ভেবেই তড়িঘড়ি হামলা চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে অবশ্য ইরান বা আমেরিকা সরকারি ভাবে কিছু জানায়নি। তবে এই তত্ত্বই এখন সবচেয়ে জোরাল মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, রবিবার ভোরে ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের এই লড়াইয়ে আমেরিকা সরাসরি জড়িয়ে পড়ায় বিশ্বযুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। এই পরিস্থিতিতে আমেরিকার হামলার পরই ইজরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। অন্যদিকে তেহরান পালটা হামলা চালাতে পারে আশঙ্কায় নিউ ইয়র্ক, ওয়াশিংটনের মতো গুরুত্বপূর্ণ মার্কিন শহরগুলিতে জারি সতর্কতা। কার্যতই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে শহরগুলিকে।

ইতিমধ্যেই ইরান জানিয়েছে, আমেরিকার মার মুখ বুঝে সহ্য করবে না তারা। রানের সর্বোচ্চ নেতা খামেনেই-এর এক উপদেষ্টা বলেছেন, ‘এবার আমাদের পালা। আমেরিকার নৌবাহরে পালটা হামলা চালাবে ইরান।’ শুধু তাই নয়, বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইরানের তরফে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত বৃহস্পতিবারই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, দু’সপ্তাহের মধ্যে ইরানে হামলা চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে আমেরিকা।
  • কিন্তু দু'দিন যেতে না যেতেই রবিবার তেহরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে ওয়াশিংটন।
  • প্রশ্ন উঠছে, কেন? কোন অঙ্কে আচমকাই দিন দুয়েকের মধ্যেই হামলা করলেন ট্রাম্প?
Advertisement