গত কয়েকদিন ধরেই যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছিল ইরানে। কিন্তু তাতে জল ঢেলে দিয়ে সুর নরম করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্দোলনকারীদের মৃত্যুদণ্ড দেওয়া বন্ধ করায় ইরানকে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। কিন্তু তারপরই আচমকা ডিগবাজি। আয়াতোল্লা আল্লি খামেনেই সরকারকে উৎখাতের ডাক দিলেন মার্কিন প্রেসিডেন্ট। শীঘ্রই কি তাহলে এবার ইরানে হামলা চালাবে মার্কিন সেনা?
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, "ইরানে এখন নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। খামেনেই দোষী। ইরানকে ধ্বংস করতে তিনি বদ্ধপরিকর। দেশে যেভাবে তিনি হিংসা ছড়াচ্ছেন, আগে এরকম দেখা যায়নি। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। সময় এসেছে দেশে নেতৃত্ব বদলের।" ট্রাম্প আরও বলেন, "নেতৃত্বের মধ্যে শ্রদ্ধা থাকে। ভয় বা মৃত্যু নয়। ইরানের সর্বোচ্চ নেতা শাসনের জন্য অযোগ্য। তিনি একজন অসুস্থ। তাঁর উচিত দেশকে সঠিকভাবে পরিচালনা করা এবং মানুষ হত্যা বন্ধ করা। দুর্বল নেতৃত্বের কারণে ইরান বসবাসের অযোগ্য।"
কিন্তু সুর নরম করেও কেন ডিগবাজি খেলেন মার্কিন প্রেসিডেন্ট? আসলে শনিবারই ট্রাম্পকে নিশানা করেন খামেনেই। সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি লেখেন, 'ইরানে এত মানুষের মৃত্যুর জন্য দায়ী মার্কিন প্রেসিডেন্ট। দেশের যাঁরা হিংসা ছড়াচ্ছেন তাঁদের তিনি মহিমান্বিত করছেন।' খামেনেইয়ের অভিযোগ, দেশে অস্থিরতার জন্য দায়ী ইজরায়েল এবং আমেরিকা। বিক্ষুব্ধ গোষ্ঠীগুলি দেশের সরকারি সম্পত্তি নষ্ট করছেন। ইচ্ছাকৃতভাবে হিংসা ছড়াচ্ছে। তাদের উসকানি দিচ্ছেন তেল আভিভ এবং ওয়াশিংটন। খামেনেইয়ের এহেন মন্তব্যের পরই ফের ফুঁসে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট।
